শিগগিরই ঘোষিত হবে নির্বাচনি ইশতেহার: বিএনপি
বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিরা।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিকভাবে আরো কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ বিএনপি। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা প্রার্থী হয়েছেন, তফসিল ঘোষিত সময়ের মধ্যে তারা প্রার্থিতা প্রত্যাহার না করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে—এমন কঠোর বার্তা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একই সঙ্গে তিনি জানিয়েছেন, “খুব শিগগিরই বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে।”
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর ও জিয়া উদ্যানে পৃথক দুটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নজরুল ইসলাম খান।
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন শেষে তিনি বলেন, “নির্বাচন পরিচালনা আর ইশতেহার—দুটি আলাদা বিষয়। ইশতেহারের জন্য আলাদা টিম কাজ করছে। আমার ধারণা, খুব শিগগিরই বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা হবে।”
দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “আমাদের মতো বড় দলে যোগ্য প্রার্থীর অভাব নেই। অনেকেই মনে করেন, তাকেই মনোনয়ন দেওয়া হলে ভালো হতো। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়া গ্রহণযোগ্য নয়। আমরা তাদের আহ্বান জানিয়েছি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে। অনেকেই ইতোমধ্যে প্রত্যাহারের কথা জানিয়েছেন। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিস্থিতির উন্নতি হবে। অন্যথায় দল সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবে।”
নজরুল ইসলাম খান বলেন, “বিএনপি নির্বাচনের পথে রয়েছে এবং গণতান্ত্রিক উত্তরণের বিষয়ে দলটি অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্র উত্তরণের পথে বাধা আসাটাই স্বাভাবিক। যারা নির্বাচন চায় না, যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তারা নানা ধরনের ষড়যন্ত্র করবে। কিন্তু আমরা বিশ্বাস করি, সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।”
ঢাকা/আলী/সাইফ