ঢাকা     রোববার   ১১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ১০ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৩৩, ১০ জানুয়ারি ২০২৬
উদার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো

তারেক রহমানের দেশে ফেরা একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের বাস্তব সুযোগ সৃষ্টি করেছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।’’

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি। বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

আরো পড়ুন:

বক্তব্যের শুরুতে মির্জা ফখরুল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে শহীদ এবং চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করেন।

মির্জা ফখরুল বলেন, “আজ একটি অত্যন্ত কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছেন। সমগ্র দেশের মানুষ বুকভরা আশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।’’

‘‘তারেক রহমান বিদেশে অবস্থানকালে ডিজিটালি জাতির উদ্দেশে যেসব বক্তব্য দিয়েছেন, তাতে দেশের মানুষ আশান্বিত হয়েছে। এর কারণ, এবার সত্যিকার অর্থে একটি উদারপন্থী ও গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।” এই সুযোগ কাজে লাগাতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘‘সম্পাদক ও সাংবাদিকদের মন খুলে কথা বলার সুযোগ রয়েছে। তারেক রহমান নিজেও গণমাধ্যমের সঙ্গে খোলামেলা আলোচনা করতে আগ্রহী।’’

উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। এর পরদিনই প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেকট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহী, বার্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে অংশ নেন। 

অনুষ্ঠানস্থলে পৌঁছে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঢাকা/আলী//

সর্বশেষ

পাঠকপ্রিয়