গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবে বিএনপি: নজরুল
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেন, “সংস্কারের পক্ষে থাকায় বিএনপি এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে।”
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত জানার উদ্যোগ হিসেবে এই গণভোট গুরুত্বপূর্ণ। সংস্কার আমরা সবার আগে চেয়েছি।সংসদে নারীদের আসন বাড়ানোর প্রস্তাবও আমরা দিয়েছি। অথচ জামায়াতে ইসলামী একজন নারী প্রার্থীও দেয়নি।”
দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে তিনি বলেন, “কিছু প্রার্থীর ক্ষেত্রে এ নিয়ে জটিলতা রয়েছে। তবে কেউ যদি তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবেন।”
তিনি দাবি করেন, “আগের সরকারের নির্যাতনের কারণে অনেকেই বাধ্য হয়ে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। সে কারণে এখন শুধুমাত্র এই ইস্যুতে প্রার্থিতা বাতিল করা অন্যায় হবে।”
পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ তুলে নজরুল ইসলাম খান বলেন, “বিভিন্ন দেশে প্রবাসী ভোটারদের পাঠানো ব্যালট পেপারে উদ্দেশ্যমূলকভাবে একটি রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে রাখা হয়েছে।ব্যালট পেপারে দলগুলোর নাম অ্যালফাবেটিক্যাল ক্রমে সাজানো হয়নি।”
প্রার্থিতা বাতিলের বিষয়ে তিনি বলেন, “কিছু রিটার্নিং অফিসার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন।”
আইন সবার জন্য সমান হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, “একই কারণে জামায়াতে ইসলামীর দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তাদেরও রিভিউয়ের সুযোগ দেওয়া প্রয়োজন। এ নিয়ে যেন কোনো অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”
ভোট কারচুপির প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, “এনআইডি ব্লক করার কথা বলা হয়েছিল। তবে যারা এ ধরনের অনিয়মে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচতি।”
ঢাকা/আলী/সাইফ