ঢাকা     বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইরানের বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্প: সাহায্য আসছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪১, ১৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৫২, ১৩ জানুয়ারি ২০২৬
ইরানের বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্প: সাহায্য আসছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিক্ষোভকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি দেশটির শাসকগোষ্ঠীকে হুমকি দিয়েছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, “ইরানি দেশপ্রেমিকরা, প্রতিবাদ চালিয়ে যান - আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করুন!!! খুনি এবং নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে।”

আরো পড়ুন:

তিনি ইরানের শাসকগোষ্ঠীকে হুমকি দিয়ে বলেছেন, “প্রতিবাদকারীদের অর্থহীন হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানি কর্মকর্তাদের সাথে সমস্ত বৈঠক বাতিল করেছি। সাহায্য তার পথে।”

ট্রাম্প ইতোমধ্যে ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর বিরুদ্ধে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এছাড়া সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি লেভিট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়টি এখনো বিবেচনায় রাখছে।

গত দুই সপ্তাহ ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সরকার কঠোন অবস্থান নিলে শত শত বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়