বিপিএলে আবারো হ্যাট্রিক, রিপনের বাজিমাত
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিপিএলের দ্বাদশ আসর আবার পেল হ্যাট্রিকের দেখা। এবার বাজিমাত করেছেন রিপন মন্ডল। দারুণ বোলিংয়ে রাজশাহী ওয়ারিয়র্সের পেসার এমনিতেই ছিলেন আলোচনায়। এবার হ্যাট্রিক করে নিজের সামর্থ্যের জানান দিলেন আরো একবার।
সোমবার সিলেটে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হ্যাট্রিক পেয়েছেন রিপন। একে একে আউট করেছেন সাব্বির রহমান, জিয়াউর রহমান ও তাইজুল ইসলামকে। রিপনের ক্যারিয়ারের এটি প্রথম হ্যাট্রিক। এবারের আসরের তৃতীয়।
এর আগে, নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা ও রংপুর রাইডার্সের মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাট্রিক করেছিলেন।
সব মিলিয়ে বিপিএলের একাদশতম হ্যাট্রিক। ২০১২ সালে বিপিএলের প্রথম আসরে একমাত্র হ্যাট্রিক করেছিলেন দুরন্ত রাজশাহীর মোহাম্মদ সামি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ড্যাররেন স্টিভেন্স, আফতাব আহমেদ ও নাভেদ উল হাসানের উইকেট নিয়েছিলেন তিনি।
তিন বছর পর ২০১৫ সালে আল-আমিন হ্যাট্রিক করেন বরিশাল বুলসের হয়ে। সিলেট সুপারস্টার্সের রবি বোপারা, নুরুল হাসান ও মুশফিকুর রহিমকে আউট করেছিলেন তিনি।
২০১৯ বিপিএলে তিনটি হ্যাট্রিক হয়েছিল। শুরুটা ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলামকে দিয়ে। নিজের অভিষেক ম্যাচে আলিস মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা ও ফরহাদ রেজার উইকেট নেন। পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওয়াহাব রিয়াজ হ্যাট্রিক করেন খুলনা টাইটান্সের বিপক্ষে। তার শিকার ছিল ডেভিড ভিসে, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাদ্দাম। ঢাকার হয়ে খেলা আন্দ্রে রাসেল হ্যাট্রিক করেন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। চিটাগং ভাইকিংসের বিপক্ষে তার হ্যাট্রিক ছিল মুশফিকুর রহিম, কযা মেরুন ডেলপোর্ট ও দাসুন শানাকা।
২০২২ বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী হ্যাট্রিক করেন সিলেট সানরাইজার্সের বিপক্ষে। মৃত্যুঞ্জয় উইকেট নেন এনামুল হক, মোসাদ্দেক হোসেন ও রবি বোপারার।
গত বিপিএলে দুটি হ্যাট্রিক হয়েছিল। দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম হ্যাট্রিক করেন খুশদিল শাহ, রোস্টন চেজ ও মুকিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়ে। এছাড়া, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের শহীদুল ইসলাম, আল-আমিন হোসেন ও বিলাল খানকে আউট করে হ্যাট্রিক পূর্ণ করেন।
এবারের আসরে মেহেদী হাসান রানা হ্যাট্রিকের খাতা খুলেন। নোয়াখালী এক্সপ্রেসের পেসার সিলেট টাইটান্সের মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদকে আউট করেছিলেন। সেই পথ ধরে এগিয়ে যান মৃত্যুঞ্জয়। তিনি আউট করেন নোয়াখালী এক্সপ্রেসের মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান ও বিলাল সামিকে। বিপিএলে একাধিক হ্যাট্রিকের রেকর্ডে সবার উপরে রয়েছেন মৃত্যুঞ্জয়।
রিপন সর্বশেষ বোলার হিসেবে ঢুকলেন হ্যাট্রিকের ক্লাবে। বিপিএলে ভালো করছেন এই পেসার। ৬ ম্যাচে তার উইকেট ১৩টি।
ঢাকা/ইয়াসিন