ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ব্লাডি সিটিজেন’ বলে আবার তাদের কাছে ভোট চাইবেন, সেটা হবে না: হাসনাত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৪, ১৭ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:২০, ১৭ জানুয়ারি ২০২৬
‘ব্লাডি সিটিজেন’ বলে আবার তাদের কাছে ভোট চাইবেন, সেটা হবে না: হাসনাত

বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘‘যারা এলিটিসিজম দেখাতে আসে, তারা যেন রাজনৈতিক এলিটিসিজম ঘরেই রেখে আসে। আপনি কাউকে ‘ব্লাডি সিটিজেন’ বলে আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটা হবে না।’’

শনিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

শুনানি চলাকালে ইসির সামনে এক প্রার্থীকে হেনস্তার ঘটনায় কমিশনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হাসনাত বলেন, ‘‘ইসির সামনেই একজন প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এতে প্রশ্ন উঠে, অন্য প্রার্থীদের নিরাপত্তা নির্বাচন কমিশন কীভাবে নিশ্চিত করবে?’’

তিনি বলেন, ‘‘একাডেমিক পরিবেশে যখন আইনজীবীরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে যুক্তিতর্ক করছিলেন, তখন আব্দুল আউয়াল মিন্টু হঠাৎ মুসার দিকে তেড়ে যান এবং ‘ব্লাডি সিভিলিয়ান’, ‘ব্লাডি সিটিজেন’ বলে গালিগালাজ করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তার ছেলে তাবিথ আউয়াল তাকে কমিশন কক্ষ থেকে বাইরে নিয়ে যেতে বাধ্য হন।’’

হাসনাত বলেন, ‘‘কমিশন এ ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে দেখানোর চেষ্টা করছে এবং লিখিত অভিযোগ দিতে বলেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে। এটা অনেকটা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের কাছে নির্যাতনের অভিযোগ নিয়ে গেলে যেভাবে লিখিত দিতে বলা হতো–ইসির প্রতিক্রিয়াও তেমনই। আমরা কমিশনকে রুলিং জারি করতে বলেছিলাম। কিন্তু কমিশন তা না করে বিষয়টি এড়িয়ে গেছে।’’

এনসিপির এই নেতা বলেন, ‘‘কমিশন যদি এসব শক্তভাবে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের রক্ত দেয়া বৃথা হবে। নির্বাচনের সময় টাকার জোরে সবকিছু ম্যানেজ করার সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না।’’

ঢাকা/রায়হান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়