ঢাকা     সোমবার   ১৯ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ আসাদ দিবস: গণতন্ত্র প্রতিষ্ঠার শপথের আহ্বান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৯ জানুয়ারি ২০২৬  
শহীদ আসাদ দিবস: গণতন্ত্র প্রতিষ্ঠার শপথের আহ্বান ফখরুলের

শহীদ আসাদ।

শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বাণীতে ১৯৬৯-এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দেওয়া বাণীতে তিনি বলেন, “শহীদ আসাদ দিবসে ’৬৯-এর গণআন্দোলনের মহান শহীদ আসাদুজ্জামানের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার গভীর শ্রদ্ধা। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “আইয়ুব বিরোধী গণআন্দোলনে নেতৃত্বদানকারী অন্যতম ছাত্রনেতা শহীদ আসাদুজ্জামানের আত্মত্যাগ বাংলাদেশের গণতন্ত্র রক্ষার সংগ্রামে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে আদর্শ ও আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

তিনি আরো বলেন,“যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শহীদ আসাদ নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই লক্ষ্য পূরণ করে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।”

এ লক্ষ্যে গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরো বলেন, “শহীদ আসাদ দিবসে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরো বেগবান করার শপথ গ্রহণ করতে হবে।”

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়