ঢাকা     বৃহস্পতিবার   ২২ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই যুগ পর রাহাত মঞ্জিলে তারেক-জুবাইদা

সিলেট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২০, ২২ জানুয়ারি ২০২৬  
দুই যুগ পর রাহাত মঞ্জিলে তারেক-জুবাইদা

বুধবার মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের বিরাইমপুর গ্রামে শ্বশুর বাড়ি ‘রাহাত মঞ্জিলে’ পৌঁছে দোয়ায় অংশ নেন তারেক রহমান। ছবি: রাইজিংবিডি।

প্রায় দুই যুগ পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের বিরাইমপুর গ্রামের শ্বশুর বাড়িতে এলেন তারেক রহমান। সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফিরলেন পিত্রালয়ে।

বুধবার রাত সাড়ে ১২টার দিকে শ্বশুড় বাড়ি এসে পৌঁছান তিনি। আর ঘরের মেয়ে ফেরেন ঘরে।

আরো পড়ুন:

তারেক রহমান ও জুবাইদা রহমানের এই সফরকে কেন্দ্র করে কয়েকদিন ধরে উৎসবের আমেজ চলছিল সিলেটে, বিশেষ করে তার শ্বশুর বাড়ি ঘিরে নানা আয়োজনের প্রস্তুতি দেখা যাচ্ছিল। আবেগ-উচ্ছ্বাসেরও কমতি ছিল না। জুবাইদার বাড়ির লোকজন তাদের জন্য দিনের পর দিন অপেক্ষা করে, কবে তারা আসবেন। বুধবার মধ্যরাতে বিরাইমপুরের মাটিতে তারেক-জুবাইদার পা পড়ার মধ্য দিয়ে সেই অপেক্ষারও অসবান হলো।

তারেক-জুবাইদার আগমনকে কেন্দ্র করে সাজানো হয়েছে জুবাইদা রহমানের পিত্রালয়, যার নাম ‘রাহাত মঞ্জিল’। 

বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত স্বজনদের উদ্দেশ্যে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। ফলে রাহাত মঞ্জিলে উচ্ছ্বাসের ভাঁজে ভাঁজে শোকের আবহও টের পাওয়া যাচ্ছে।

দোয়া অনুষ্ঠান শেষে অভ্যাগতদের মধ্যে বিতরণের জন্য ৪০ হাঁড়ি আখনি রান্না করেছেন জুবাইদা রহমানের স্বজন ও এলাকাবাসী।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক-জুবাইদবা ও তাদের সফরসঙ্গীরা। সেখানে থেকে তারা যান হযরত শাহজালাল (র.)-এর মাজারে। মাজার জিয়ারত করে তারেক রহমান সেখানে এশার নামাজ আদায় করেন।

শাহজালাল (র.)-এর মাজার থেকে তারেক রহমানের গাড়িবহর যায় হযরত শাহপরাণ (র.)-এর মাজারে। সেখানে মাজার জিয়ারত করে তারা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে রাহাত মঞ্জিলে পৌঁছান।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানদের নিয়ে উড্ডয়ন করে উড়োজাহাজ। তারেকের সঙ্গে ছিলেন তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কয়েকজন সিনিয়র নেতা।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় নির্বাচনের প্রচার শুরু করতেন সিলেট থেকে। হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারের আনুষ্ঠানিকতা শুরু করা বিএনপির রেওয়াজ। দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর তারেক রহমানও তার ব্যতয় ঘটালেন না। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তারেক রহমান। এর মধ্য দিয়ে শুরু হবে বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার।

তারেক রহমানের সিলেটের এই সফর ১৭ বছর পর দেশে ফিরে ঢাকার বাইরে প্রথম সফর। সিলেটের পর তিনি ফেনী, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় নির্বাচনি জনসভা করবেন। 

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

সর্বশেষ

পাঠকপ্রিয়