থাইরয়েড হলে কীভাবে বুঝবেন
দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

ছবি: প্রতীকী
থাইরয়েড রোগ হয়েছে, সেটা আপনি নাও বুঝতে পারেন। অনেক সময় রুটিন ব্লাড টেস্ট করতে গিয়ে ধরা পড়ে। আবার কারও কারও ক্ষেত্রে স্পেসিফিক লক্ষণ দেখা দেয়।
থাইরয়েডের স্পেসিফিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে
বেশি ঘুম পাওয়া কমে যাওয়া বা বেড়ে যাওয়া
খুব বেশি গরম লাগা বা খুব ঠান্ডা লাগা
মুড সুইং হতে পারে
উদ্বেগ দেখা দিতে পারে
চামড়া খসখসে হতে পারে
বেশি ঘাম হতে পারে
ভয়েস বক্স বড় হয়ে যেতে পারে
ডা. এস এ মল্লিক, কনসালটেন্ট জেনারেল মেডিসিন একটি পডকাস্টে বলেন, ‘‘ভয়েস বক্সের বড় হয়ে যাওয়া যদি আপনি বুঝতে পারেন তাহলে অবশ্যিই বুঝে নিতে হবে থাইরয়েডের সমস্যা হচ্ছে। থাইরয়েড গ্রন্থি আক্রান্ত হলে শরীরে অনেক সমস্যা দেখা দেয়। বিপাক ক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে। থাইরয়েড আমাদের হার্ট রেট কন্ট্রোল করে। এই গ্রন্থি আক্রান্ত হলে পালস রেট কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। থাইরয়েড আমাদের ওভারঅল শরীরের গ্রোথ নিয়ন্ত্রণ করে। সুতরাং থাইরয়েডে সমস্যা হলে কেউ বেশি মোটা হয়ে যেতে পারেন আবার কেউ বেশি চিকন হয়ে যেতে পারেন। থাইরয়েড আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। থাইরয়েড অসুখ হলে হাড় ভেঙে যেতে পারে।’’
পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, যদি থাইরয়েড হরমোন বেশি উৎপাদন হয় তাহলে কম করার ওষুধ সেবন করতে হবে। আর যদি কম উৎপাদন হয় তাহলে বেশি করার ওষুধ খেতে হবে। শরীরের ভারসাম্য ঠিক রাখতে হলে থাইরয়েড হরমনের উৎপাদন সঠিক মাত্রায় হওয়া প্রয়োজন।
ঢাকা/লিপি