ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হঠাৎ মুখ ফুলে যাওয়ার কারণ কী

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৯ আগস্ট ২০২৫   আপডেট: ১০:১৮, ৯ আগস্ট ২০২৫
হঠাৎ মুখ ফুলে যাওয়ার কারণ কী

মুখ ফুলে গেলে চিকিৎসকের পরামর্শ নিন। ছবি: প্রতীকী

মুখ ফুলে যাওয়া মানেই কিডনি রোগ নয়। নানা কারণে মুখ ফুলে যেতে পারে। তবে এই লক্ষণকে একেবারে হালকাভাবে দেখারও কোনো সুযোগ নেই। কারণ মুখ ফুলে যাওয়া কোনো কঠিন রোগের লক্ষণ হতে পারে। এ ছাড়া মুখ ফুলে যাওয়ার সাধারণ কিছু কারণ রয়েছে। 

ব্যাকটেরিয়ার সংক্রমণ
সাধারণ কারণগুলোর একটি হলো ব্যাকটেরিয়ার সংক্রমণ। মেডিকেল নিউজ টু-ডে এর তথ্য অনুযায়ী, ‘‘ গুরুতর ও দীর্ঘমেয়াদী ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে শরীরের নরম টিস্যুতে ফোলাভাব এবং ফোড়া সৃষ্টি হয়। এই অবস্থা সাধারণত একজন ব্যক্তির মুখ, নাক, গলা, পেট এবং অন্ত্রকে প্রভাবিত করতে পারে।’’

আরো পড়ুন:

খুব কম বা খুব বেশি ঘুম
অনেক বেশি ঘুমালে যেমন চোখ মুখ ফুলে যেতে পারে তেমনি অনেক কম ঘুমালেও চোখ মুখে ফুলে যেতে পারে। 

অ্যালার্জিজনিত সমস্যা
কোনো কোনো সময় অ্যালার্জিজনিত সমস্যার কারণে মুখ ফুলতে পারে। এই কারণে মুখে ফুলে গেলে সঙ্গে লালচে ভাব বা চুলকানিও থাকতে পারে। অ্যালার্জিজনিত সমস্যা খাওয়াদাওয়ার কারণে হতে পারে আবার  ওষুধ বা সূর্যের আলো থেকেও হতে পারে।

ব্যথানাশক ওষুধ সেবন
ব্যথানাশক ওষুধ যেমন স্টেরয়েডজাতীয় ওষুধ সেবণ করার ফলে মুখে পানি এসে যেতে পারে। সেজন্য মুখ ফুলে গেলে ওষুধ খাওয়ার ইতিহাস পর্যালোচনা করা বেশ জরুরি।

বিশেষ রোগব্যাধি
কিডনির সমস্যা বা কিডনির কার্যকারিতা কমে গেলে মুখে পানি আসতে পারে।  এছাড়া প্রস্রাবের সমস্যা, উচ্চ রক্তচাপ ইত্যাদি জটিলতার কারণেও এই সমস্যা দেখা দিতে পারে। আবার থাইরয়েড হরমোনের ঘাটতি, ওজন বেড়ে গেলে, কোষ্ঠকাঠিন্য দেখা দিলে কিংবা হৃদ্‌যন্ত্রের রোগ হলেও মুখে পানি আসতে পারে। 

মুখ ফুলে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা দেখা দিলে সতর্ক হোন। এবং দ্রুত ডাক্তার দেখান। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়