ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জিহ্বায় ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি 

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৮, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৩১, ১৬ আগস্ট ২০২৫
জিহ্বায় ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি 

ছবি: প্রতীকী

জিহ্বায় ঘা বা ক্ষত দেখা দিলে নানা রকম শারীরিক সমস্যা অনুভূত হয়। অনেক সময় জিহ্বার ক্ষত জটিল রোগের বার্তা বহন করে।যেকোনো মানুষেরই জিহ্বায় ক্ষত হতে পারে। তবে বেশ কিছু রোগ রয়েছে যেগুলোতে আক্রান্ত হলে জিহ্বায় ক্ষত দেখা দেয়। 

ডা. শতাব্দী ভৌমিক, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন একটি পডকাস্টে বলেন, ‘‘জিহ্বায় ঘা হলে জিহ্বার ওপর ছোট ছোট বা ছোপ ছোপ ফোসকা তৈরি হতে পারে। এটি আকারে বড়ও হতে পারে। আবার ছোটোও হতে পারে। সাধারণত এই ক্ষত বা ছোপ জিহ্বার ওপরে, তলে এবং জিহ্বার পেছনে দেখা দিতে পারে। জিহ্বার ক্ষত খুবই যন্ত্রনাদায়ক হতে পারে। সাধারণত ক্ষতটি লাল রঙের হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষত সাদা রঙের বা হলদে রঙেরও হয়। খাবার খাওয়ার সময় এই ক্ষত থেকে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে। এ ছাড়াও মশলাদার বা ঝাল খাবার খাওয়ার সময় প্রচণ্ড জ্বালাপোড়া অনুভূত হতে পারে। ’’ 

আরো পড়ুন:

জিহ্বায় ঘা বা ক্ষত হওয়ার ঝুঁকি কাদের বেশি
ডায়াবেটিস, হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ, রিউমাটিক ডিজিজ ও পরিপাকতন্ত্রের রোগে আক্রান্তদের জিহ্বায় ক্ষত দেখা দিতে পারে। বিশেষ করে যারা স্টেরয়েড গ্রহণ করছেন তাদের এই সমস্যা বেশি হয়। এ ছাড়া কৃত্রিম দাঁত ব্যবহার করেন, তাদেরও মুখে ঘায়ের ঝুঁকি রয়েছে। 

উল্লেখ্য, জিহ্বায় ঘা দেখা দিলে তা ছত্রাকজনিত, ওষুধজনিত কিংবা ভিটামিনের অভাব যে কারণেই হোক না কেন চিকিৎসা গ্রহণ করুন। 

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়