ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কী কারণে মুখ ফোলে?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৯, ২ সেপ্টেম্বর ২০২৫
কী কারণে মুখ ফোলে?

ছবি: প্রতীকী

নানা কারণেই ফুলতে পারে মুখ। কোনো কারণকেই হালকা ভাবার উপায় নেই। বা এই সমস্যাকে এড়িয়ে যাওয়া ঠিক নয়।

ক্লেভল্যান্ড ক্লিনিকের তথ্য, ‘‘মুখের টিস্যুতে তরল জমা হলে মুখের ফোলাভাব (ফেসিয়াল এডিমা) দেখা দেয়। এটি অনেক সময় সাধারণ অ্যালার্জি, আঘাত এবং সংক্রমণের লক্ষণ প্রকাশ করে।  মুখের এক বা উভয় পাশে ফোলাভাব দেখা দিতে পারে। কখনও কখনও, ফোলাভাব ঘাড় বা গলায় ছড়িয়ে পড়তে পারে। কারও কারও ওষুধ সেবনের ফলেও মুখ ফুলতে পারে।’’

আরো পড়ুন:

কিডনি সমস্যা নয়তো?
যেসব রোগের কারণ মুখ ফুলে যেতে পারে, সেগুলোর মধ্যে অন্যতম হলো কিডনিরোগ। কিডনির কার্যকারিতা কমে গেলে মুখে, বিশেষ করে চোখের তলায় ফোলা ভাব দেখা যায়। 

উচ্চরক্তচাপ আছে কিনা জানুন
মুখ ফোলার সঙ্গে উচ্চরক্তচাপের একটি সম্পর্ক রয়েছে। মুখ ফুলে গেলে তা উচ্চ রক্তচাপের কারণে হচ্ছে কিনা, জানুন।

থাইরয়েড হরমোনের ঘাটতি
শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি হলে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখেও ফোলা ভাব দেখা যায়। অবশ্য এর সঙ্গে কোষ্ঠকাঠিন্য, শীত শীত ভাব, ক্লান্তি—এসব উপসর্গও দেখা দিতে পারে।

হৃদ্‌যন্ত্রের সমস্যা
হৃদ্‌যন্ত্রে কোনো সমস্যা দেখা দিলে চোখমুখ ফুলতে পারে, সঙ্গে পেটে ও পায়েও পানি আসে। আরও দেখা দিতে পারে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা।

মুখে ফোলাভাব দেখা দিলে করণীয়
মুখ ফোলার সমস্যা হলে ওষুধ খাওয়ার ইতিহাস পর্যালোচনা করা বেশ জরুরি। কারণ এর সঙ্গে ভাইরাসজনিত রোগেরও সম্পর্ক থাকতে পারে। 

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়