ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রতিস্থাপিত অঙ্গ কতদিন কাজ করে? 

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৪, ৮ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৯:০৭, ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রতিস্থাপিত অঙ্গ কতদিন কাজ করে? 

ছবি: প্রতীকী

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দুইজনই মেতেছিলেন অদ্ভূত এক আলোচনায়। তাদের আলোচনার বিষয় ছিলো ‘‘অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে অমরত্ব লাভ।’’ পুতিনের ভাষ্য, ‘‘অঙ্গ প্রতিস্থাপন বার বার করা গেলে মানুষ আরও তরুণ হয়ে উঠতে পারে। এমনকি অনন্তকালও বয়স ঠেকানো সম্ভব।’’ কথাটি নিছক রসিকতা মনে হলেও প্রশ্ন কিন্তু থেকেই যায়। ‘‘অঙ্গ প্রতিস্থাপন কি সত্যিই মানুষের অমরত্বের চাবিকাঠি হতে পারে?’’

অঙ্গ প্রতিস্থাপন হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অসুস্থ বা অকার্যকর অঙ্গের জায়গায় দাতার সুস্থ অঙ্গ প্রতিস্থাপন করা হয়। ইতোমধ্যে এই পদ্ধতি লাখো মানুষের জীবন বাঁচিয়েছে। যেমন—গত ৩০ বছরে যুক্তরাজ্যে প্রায় এক লাখেরও বেশি মানুষের জীবন বাঁচিয়েছে। 

আরো পড়ুন:

প্রতিস্থাপিত অঙ্গ কতদিন কাজ করে? 

এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট এর তথ্য, ‘‘কোনো জীবিত ব্যক্তি যদি কোনো অঙ্গ দান করেন তাহলে সেটি সাধারণত ২০-২৫ কাজ করে। আর দাতা যদি মৃত হন তাহলে ১৫ থেকে ২০ বছর কাজ করে। লিভার প্রায় ২০ বছর কাজ করে। হার্ট কাজ করে ১৫ বছর আর ফুসফুস কাজ করে প্রায় ১০ বছর।’’

প্রতিস্থাপনের স্থায়ীত্ব নির্ভর করে রোগী এবং দাতার স্বাস্থ্যের মান এবং প্রতিস্থাপন পরবর্তী যত্নের ওপর।অঙ্গ প্রতিস্থাপন মানেই একটি বড় ধরণের ঝুঁকি নেওয়া। অঙ্গ প্রতিস্থাপনের পর রোগী আজীবন ইমিউনোস্যাপ্রেসেন্ট নামের ওষুধ খেতে হয়। প্রতিস্থাপিত অঙ্গটিকে শরীর অনেক সময় বাইরের কিছু ভেবে আক্রমণ করতে পারে।

ইমিউনোস্যাপ্রেসেন্ট ওষুধ শরীরের ওই নতুন অঙ্গটিকে রিজেকশন থেকে বাঁচায়। কিন্তু আবার উচ্চ রক্তচাপ এবং সংক্রমনের ঝুঁকি বাড়ায় এই ওষুধ। অঙ্গ প্রতিস্থাপন নিয়ে নানা গবেষণা চলছে। যেমন—বিশেষভাবে পালিত শুকরকে দাতা হিসেবে ব্যবহৃত করা হয়। কারণ তাদের অঙ্গ মানুষের অঙ্গের সঙ্গে মিলে যায়। 

বিশেষজ্ঞরা বলছেন, ‘‘এই সব গবেষণা মানুষকে সুস্থ রাখতে সাহায্য করবে ঠিকই কিন্তু অমর করে তুলবে না। তারা মনে করেন, সর্বোচ্চ আয়ু ১২৫ বছর পর্যন্ত।’’

সূত্র: বিবিসি

ঢাকা/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়