ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শুধু মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান জবান আলী

এ কে আজাদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০০, ১ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুধু মুক্তিযোদ্ধার স্বীকৃতি চান জবান আলী

বঙ্গবন্ধুর দেওয়া জয় ও সংবিধান পদক হাতে মুক্তিযোদ্ধা জবান আলী (ছবি : আজাদ)

বগুড়া প্রতিনিধি : তৎকালীন পুলিশ সদস্য জবান আলী। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের অবদান আর সাহসী সৈনিক হিসেবে ‘জয় এবং সংবিধান’ পদক তার হাতে তুলে দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


তবে স্বাধীনতা পদক পেলেও স্বাধীনতার ৪৩ বছর পরেও রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আজো স্বীকৃতি মেলেনি তার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকল দপ্তরে আবেদন করেও মুক্তিযোদ্ধার তালিকায় নাম আসেনি তার।


বর্তমানে জবান আলী বগুড়ার নন্দীগ্রামে সরকারি জায়গার উপর একটি ঘর নির্মাণ করে স্বপরিবারের মানবেতর জীবাযাপন করছেন।


পাবনা জেলার চাটমোহর থানার লাউতিয়া গ্রামের ময়েজ উদ্দনের ছেলে জবান আলী। ১৯৬৯ সালে তিনি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগদান করেন। তৎকালীল কনস্টেবল নং ১৪২০। তারপর এসএফ কনস্টেবল নং ২০৪৯। অবসর গ্রহণের আগ পর্যন্ত কনস্টেবল নং ১৮৮ ছিল। ১৯৯৬ সালে তিনি অবসর গ্রহন করেন।


জবান আলী বলেন, ‘যুদ্ধের সময় ৭নং সেক্টরে থেকে স্বাধীনতা যুদ্ধ অংশ গ্রহন করি। আমার কমান্ডার ছিলেন নুরুজ্জামান ও সাব সেক্টর কমান্ডার ছিলেন মেজর আব্দুর রশিদ।’


তিনি জানান, সেময় তিনি রাজশাহী পুলিশ লাইনে পুলিশ সদস্য হিসেবে চাকরিরত ছিলেন। বঙ্গবন্ধুর ডাকে ২৭ মার্চ সকালে পুলিশ লাইনে উত্তোলনকৃত পাকবাহিনীর পতাকা নামিয়ে কালো পতাকা উত্তোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

পরদিন পাকবাহিনী এ খবর শুনতে পেরে রাজশাহী পুলিশ লাইনে বিমান হামলা চালায়। এতে ৩০ জনের বেশি পুলিশ সদস্য শাহাদাৎ বরণ করেন। পরে তিনি দুই পাকবাহিনীর সদস্যকে হত্যা করে নিজ অস্ত্র হাতে নিয়ে পুলিশ লাইন থেকে পালান। এরপর ৭ নম্বর সেক্টরে যোগ দিয়ে যুদ্ধ করেন তিনি।


যুদ্ধকালীন তার সাহসিকতার স্বীকৃতি সরূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহসী সৈনিক হিসেবে জয় পদক এবং সংবিধান পদক তুলে দিয়েছিলেন তার হাতে।


তিনি জানান, আজও তার চোখে ভেসে উঠে পাকবাহীনির নির্মম হত্যাযজ্ঞের সেসব দৃশ্য। এখনো তিনি ভুলতে পরেননি সেইসব ভয়াল দিনগুলোর কথা। স্মৃতিচারণ করতে করতে এক সময় কান্নায় ভেঙ্গে পড়েন জবান আলী।


জীবনের শেষ প্রান্তে এসে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই দাবি জানান, মৃত্যুর পূর্বে যেন মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বীকৃতি মেলে।




 

রাইজিংবিডি/বগুড়া/২ ডিসেম্বর ২০১৪/এ কে আজাদ/সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়