ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্পেন দেখল রোনালদো কতটা ভয়ঙ্কর হতে পারেন!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৪, ১৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেন দেখল রোনালদো কতটা ভয়ঙ্কর হতে পারেন!

হ্যাটট্রিক করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রীড়া ডেস্ক : ম্যাচের আগে স্পেনের অধিনায়ক সার্জিও রামোস বলেছিলেন, ‘আমরা জানি, ক্রিস্টিয়ানো কতটা ভয়ঙ্কর হতে পারে। আশা করব, ক্রিস্টিয়ানো যেন তার সেরাটা খেলতে না পারে।’ ক্রিস্টিয়ানো রোনালদো আসলেই কতটা ভয়ঙ্কর হতে পারেন, তা দেখল স্পেন!

স্পেনের বিপক্ষে এর আগে ৩৪০ মিনিট খেলে রোনালদো কোনো গোল করতে পারেননি। সেই রোনালদো কাল স্পেনের বিপক্ষে শুধু গোলখরাই কাটালেন না, প্রথম কোনো খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে স্পেনের বিপক্ষে করলেন হ্যাটট্রিক! পর্তুগিজ মহাতারকার অতিমানবীয় পারফরম্যান্স জিততে দেয়নি স্পেনকে। ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচটি ড্র হয়েছে ৩-৩ গোলে।

স্পেন-পর্তুগাল ম্যাচ নিয়ে প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। এটি রাশিয়া বিশ্বকাপের  চতুর্থ ম্যাচ হলেও প্রথম বড় ম্যাচ মনে করা হচ্ছিল এটিকেই। টান টান উত্তেজনা ছড়ানো ম্যাচে প্রত্যাশার সবটুকুই পূরণ করেছে দুই দল। ক্ষণে ক্ষণে রঙ বদলের ম্যাচের ভাগ্য ঝুলে ছিল একেবারে শেষ পর্যন্ত। ৮৮ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করে স্পেনের জয়ের স্বপ্ন ভেঙে চুরমার করে দেন রোনালদো।



সোচিতে শেষের মতো ম্যাচে গোলের শুরুটাও করেছিলেন রোনালদোই। রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ নাচো তাকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চতুর্থ মিনিটে পেনাল্টি থেকে ডেভিড ডি গিয়াকে পরাস্ত করে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো। প্রথম কোনো পর্তুগিজ খেলোয়াড় হিসেবে টানা চার বিশ্বকাপে গোলের কীর্তি গড়লেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলার।

২৪ মিনিটে দারুণ এক গোলে স্পেনকে সমতায় ফেরান দিয়েগো কস্তা। কিন্তু স্পেনের সমতায় ফেরার স্বস্তিটা উবে যায় প্রথমার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে। গোলরক্ষক ডি গিয়ার মারাত্মক এক ভুলে আবার এগিয়ে যায় পর্তুগাল। ডি বক্সের বাইরে থেকে রোনালদোর নিচু শটে বল ডি গিয়ার গ্লাভস ফস্কে জাল খুঁজে নেয়।

৫৫ মিনিটে স্পেনকে আবার সমতায় ফেরান কস্তা (২-২)। তখন মনে হচ্ছিল, ম্যাচটা যেন রোনালদো বনাম কস্তার! তিন মিনিট পর এগিয়েও যায় স্পেন। ম্যাচের শুরুতেই রোনালদোকে ফাউল করে পর্তুগালকে পেনাল্টি উপহার দিয়েছিলেন যিনি, সেই নাচো ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ভুলের প্রায়শ্চিত্ত করেন।



নাচোর ওই গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন দেখছিল স্পেন। কিন্তু রোনালদোর ভয়ঙ্কর রূপ দেখাটা যে তখনো বাকি ছিল, তা কে জানত! নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে ডি বক্সের বাইরে রোনালদোকে ফাউল করে ফ্রি-কিক উপহার দেন পিকে। চমৎকার এক ফ্রি-কিকে বল জালে পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ডি গিয়ার!

মেজর টুর্নামেন্টে (বিশ্বকাপ, ইউরো) স্পেন ও পর্তুগালের মুখোমুখি আগের চার ম্যাচে গোল হয়েছিল মাত্র চারটি। এদিন এক ম্যাচেই হলো ছয় গোল!

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৮/পরাগ 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়