ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্মৃতিসৌধের গণকবরের ওপর টিকটক, ফটোসেশনের হিড়িক

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১৬ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৯, ১৬ ডিসেম্বর ২০২৫
স্মৃতিসৌধের গণকবরের ওপর টিকটক, ফটোসেশনের হিড়িক

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ৫৪তম বর্ষপূর্তিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে দিনভর ভিড় করেন সাধারণ মানুষ। এর মধ্যে, অনেকে ছিলেন টিকটকে ব্যস্ত। কেউ ছবি তুলতে, কেউবা ভিডিও করতে গিয়ে হুড়োহুড়ি শুরু করেন। এ কাজ করতে গিয়ে অনেকে গণকবরের ওপর উঠে পড়েন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদনের পর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সৌধ প্রাঙ্গণ। এরপরই রাজনৈতিক-অরাজনৈতিকসহ সর্বসাধারণের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। এর মধ্যে দেখা গেল, গণকবর অবমাননার বিষয়টি।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধে থাকা সমতল থেকে প্রায় ২-৩ ফুট উচ্চতার গণকবরগুলো মাড়িয়ে হাঁটছেন অনেকেই। কেউ কেউ সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন; আবার অনেকেই নেচে নেচে ভিডিও তৈরি করছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কয়েকজন জানান, এখানে গণকবর থাকার বিষয়টি তাদের জানা নেই।

গণকবরের ওপর দাঁড়িয়ে থাকা সাব্বির হোসেন নামে এক যুবকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। জানতে চাইলে বলেন, টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিলেন। গণকবরের বিষয়টি জানালে দুঃখ প্রকাশ কর নেমে যান তিনি।

সৌধ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রশাসনের নজরদারি না থাকায় অনিচ্ছায় এমন ভুল হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন।

নীরব হোসেন নামে এক যুবক বলেন, ‘‘কোনো কিছু লেখা নেই। ভুলক্রমে গণকবরের উপর উঠেছিলাম।’’

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৗশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, ‘‘গণকবরের পাশে লেখা রয়েছে। এছাড়া নির্দিষ্ট চিহ্ন দেওয়া হয়েছিল। তবে, দর্শনার্থীরা সেগুলো নষ্ট করে ফেলেছেন। মহান মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের গর্ব। তাদের অবমাননা বেদনাদায়ক। এজন্য সবার সচেতনতা প্রয়োজন।’’

ঢাকা/সাব্বির/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়