ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাকিমপুরে বিজয় দিবসে নারী উদ্যোক্তাদের বিজয় মেলা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ১৬ ডিসেম্বর ২০২৫  
হাকিমপুরে বিজয় দিবসে নারী উদ্যোক্তাদের বিজয় মেলা

স্বাধীনতার ৫৪ বছরে দেশের অন্যান্য এলাকার নারীদের পাশাপাশি অনেক এগিয়েছে সীমান্তবর্তী এলাকার নারীরাও। তারই অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত হচ্ছে দুই দিন ব্যাপি নারী উদ্যোক্তাদের বিজয় মেলা। যেখানে উদ্যোক্তারা তাদের নিজের হাতের তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হাকিমপুর উপজেলা প্রশাসন উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপজেলা চত্ত্বরে দুই দিনের মহান বিজয় দিবস মেলার আয়োজন করে। এই মেলায় উপজেলার হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে ৩০টি স্টল রয়েছে।

আরো পড়ুন:

নারী উদ্যোক্তারা ঘরে বসে শাড়ি, থ্রি পিস, ব্যাগ, পাপস, বিভিন্ন প্রকার আচার, উন্নতমানের খাবার তৈরি করছেন। তালিকায় রেখেছেন চাইনিজ খাবারসহ নানান রকমের পিঠা-পুলি। সবার নিজ নিজ ফেসবুক পেজেও রয়েছে এসব পণ্যের পোস্ট। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ তৈরি করে পণ্যসামগ্রী প্রচার করেন। বিক্রিও হয় আশানুরূপ। দিন যতো যাচ্ছে, তাদের পরিচিতি বাড়ছে, অর্ডারও পাচ্ছেন বেশি।

উদ্যোক্তাদের সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত, হতে চান স্বাবলম্বী। প্রায় উদ্যোক্তা তাদের কাজের জন্য আরো ১০ থেকে ১২ জন নারী শ্রমিকও রেখেছেন। এক দিকে নিজেরা লাভবান হচ্ছেন, অন্য দিকে আরো বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থাও তারা করছেন।

কয়েকজন উদ্যোক্তা বলেন, “আমরা নিখুঁতভাবে সব পণ্য বানিয়ে থাকি। অনলাইনে খাবারের অর্ডার পেয়ে থাকি। চাইনিজ জাতীয় সব খাবার তৈরি করি এবং তা ডেলিভারি দেই। অনেক সাড়া পাচ্ছি, আরো এগিয়ে যাবো আশা করছি। আজকের মেলাতে আমরা অনেক সাড়া পাচ্ছি।”

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হালিমা আক্তার ডালিম বলেন, “আমি ২০২১ সাল থেকে নিজে নারী উদ্যোক্তা হিসেবে কাজ করছি। বর্তমানে নারী উদ্যোক্তা ফোরামের সদস্য প্রায় ২৫০ জন। আমাদের সবার উদ্দেশ্য এক, কীভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলবো। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বর্তমান উপজেলা প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করছে।

হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রোমেনা আকতার মনি বলেন, “আমি গর্বিত হাকিমপুর নারী উদ্যোক্তা হতে পেরে। প্রথমে ২০ জন নারী সদস্য নিয়ে কাজ শুরু করি। বর্তমান আমাদের প্রায় ২৫০ জন সদস্য রয়েছে। আমরা নারীরা অবহেলিত নই, আমরা ঘরে বসে বিভিন্ন প্রসাধনীসহ খাবার তৈরি করছি। এগুলো বিভিন্ন ভাবে বিক্রি করে থাকি। এতে আমরা নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হচ্ছেন। আজকে আমরা এই বিজয় মেলায় ৩০ স্টল রয়েছে। দুইদিন ব্যাপি আমাদের এই মেলা। আমরা নারী আমারও পারি, আমরা নারীরা পিছিয়ে নেই। নিজেদের স্বাবলম্বী করতে আমাদের অনেক প্রচেষ্টা। প্রত্যেককে আমরা নিজ নিজ ভাবে বিভিন্ন পণ্য এবং  প্রসাধনী নিয়ে কাজ করছি। মেলাতে ভাল সাড়া পাচ্ছি, আশা করছি এই মেলা থেকে আমরা ব্যাপক পরিচিত লাভ করবো।”

তিনি আরো বলেন, “আমরা এরআগে দিনাজপুরে নসিবের প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি। এছাড়াও আমরা সব নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। আমরা আশাবাদী আগামীতে আরও এগিয়ে যাবো।”

ঢাকা/মোসলেম উদ্দিন/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়