ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় জরিপ

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ১৪ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অনলাইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় জরিপ

অনলাইনে ‘ব্যক্তিগত তথ্যের সুরক্ষা’ নিয়ে জরিপ পরিচালনা করছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন (সিসিএ ফাউন্ডেশন)। আগামী ২৮ জানুয়ারি ‘তথ্য সুরক্ষা দিবস’ উপলক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

আগামী ২০ জানুয়ারি পর্যন্ত যে কেউ নাম, ফোন ও ই-মেইল দিয়ে জরিপে অংশ নিতে পারবেন। জরিপে অংশ নেয়া যাবে এই লিংক থেকে

এ বিষয়ে সিসিএ ফাউন্ডেশন সভাপতি কাজী মুস্তাফিজ বলেন, দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করার স্বার্থে এই জরিপ কাজ চলছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত মতামত এই কাজ সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, সরকার তথ্য সুরক্ষা আইন করছে। এই কাজকে এগিয়ে নিতে এবং এ সংক্রান্ত নীতিমালা তৈরিতে আমরাও যেন ভূমিকা রাখতে পারি, নীতিমালায় অংশীজনদের মতামতের প্রতিফলন ঘটাতে পারি সে জন্যই এই প্রয়াস। এই জরিপের ওপর ভিত্তি করেই ‘ডিজিটাল লিটারেসি বাড়াতে’ বিভিন্ন কার্যকরী উদ্যোগ নেয়া হবে।


ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়