ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মানুষকে বোকা বানানোর পরিকল্পনা বাদ দিল গুগল

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৬, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানুষকে বোকা বানানোর পরিকল্পনা বাদ দিল গুগল

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে ব্যাপক অসুস্থতা, মৃত্যু এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে এ বছর মানুষকে বোকা বানাবে না টেক জায়ান্ট গুগল।

প্রতিবছরের ১ এপ্রিল দিনটিতে ‘এপ্রিল ফুল’ উদযাপনে অবিশ্বাস্য প্রযুক্তির নানা ভিডিও প্রকাশ করে বিশ্ববাসীকে বোকা বানানো গুগল ঐতিহ্যবাহী একটি প্রথা। তবে এ বছর এই পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে বলে গুগলের একটি ইমেইল সূত্রে নিশ্চিত হয়েছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।

গুগল কর্মীদের কাছে পাঠানো ওই মেইলে কোম্পানিটির হেড অব মার্কেটিং লরেন টুহিল লিখেছেন, ‘সাধারণ পরিস্থিতিতে এপ্রিল ফুল উদযাপন গুগলের ঐতিহ্য। তবে এ বছর কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইকারী সকলের প্রতি সম্মান জানিয়ে আমরা এই ঐতিহ্য উদযাপন করবো না। এখন আমাদের সর্বোচ্চ লক্ষ্যটি হলো মানুষজনের জন্য সহায়ক কিছু করা। তাই আসুন রসিকতাগুলো আগামী এপ্রিলের জন্য সংরক্ষণ করি, যা নিঃসন্দেহে এবারের অনেক বেশি জমজমাট হবে।’ 

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ