ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনা ম্যাপ তৈরি করেছে প্রিয়

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা ম্যাপ তৈরি করেছে প্রিয়

সারাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরার জন্য একটি ম্যাপ তৈরি করেছে ইন্টারনেট প্রতিষ্ঠান প্রিয়। এই ম্যাপে করোনা আক্রান্ত এলাকা, হাসপাতাল, কোয়ারেন্টাইন, লকডাউন, আইসোলেশন, প্রবাসী বাংলাদেশি, মানবতা-মূলক কার্যক্রম ইত্যাদি এলাকাগুলো তথ্যচিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। প্রতিদিন শত শত নিউজ থেকে তথ্য সংগ্রহ করে আপডেট করা হচ্ছে এই ম্যাপ। এবং এই কার্যক্রম করোনা সময়ে সচল থাকবে।

পাশাপাশি আপনার এলাকার কোনো তথ্য যদি আপনি যুক্ত করতে চান, তাহলে সেটাও ম্যাপে যুক্ত করা যাবে। বাংলাদেশ এবং প্রবাসের সকল মানুষকে এই ম্যাপে তাদের নিজ নিজ এলাকার কোনো তথ্য থাকলে তা ম্যাপে যুক্ত করার আহ্ববান জানিয়েছে প্রিয়। যারা নিজেদের এলাকার তথ্য দিতে চান, তারা ‘পিন সাজেশন’ বাটনটিতে ক্লিক করতে পারেন। ম্যাপটি সম্পর্কে আরো জানতে এবং নিজের এলাকার তথ্য যুক্ত করতে ভিজিট: corona.priyo.com

এই ম্যাপের মাধ্যমে বিপদের সময় সাহায্যও চাওয়া যাবে। কারো কোনো সাহায্য প্রয়োজন হলে এই ম্যাপের ‘সাহায্য চাই’ বাটনটি চেপে তা চাওয়া যাবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, কেউ না কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসবে।

প্রিয় কর্তৃপক্ষের মতে, এই প্ল্যাটফর্মটি মানুষের মাঝে সঠিক তথ্য প্রবাহ নিশ্চিতে সহায়তা করবে। এই চরম দূর্যোগ মোকাবেলায় যতবেশি মানুষকে যুক্ত করা যাবে, মানুষের ভেতর যত বেশি আস্থা তৈরি করা যাবে এবং সঠিক তথ্য প্রবাহ দেয়া যাবে, পুরো দেশ তত তাড়াতাড়ি এই দুর্যোগকে মোকাবেলা করতে পারবে।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়