ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বিপজ্জনক অ্যাপস

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ৫ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিপজ্জনক অ্যাপস

প্লে স্টোরে ক্ষতিকর অ্যাপস ঠেকাতে দীর্ঘদিন থেকেই কাজ করছে গুগল। কিন্তু সাইবার অপরাধীদের নানা কৌশলে ম্যালওয়্যার বা গোপন কোড ব্যবহার করে ক্ষতিকর অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার ঘটনা বেড়েই চলেছে। গুগল সর্বোচ্চ সতর্ক থাকার পরও দেখা যায়, নিরাপত্তা বিশেষজ্ঞরা প্রায়ই ক্ষতিকর অ্যাপসের সন্ধান পান প্লে স্টোরে।

উদাহরণ হিসেবে বলা যায়, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নিরাপত্তা বিশেষজ্ঞরা ৪ বার বিপজ্জনক অ্যাপস চিহ্নিত করেছেন। তাই আপনার ফোনে কোন অ্যাপগুলো ইনস্টল করেছেন তা পুনরায় খেয়াল করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ভিপিএন প্রোর গবেষকদের আবিষ্কৃত বিপজ্জনক ২৪ অ্যাপস

৫ ফেব্রুয়ারি মিরর অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ভিপিএন প্রো’র গবেষকরা ২৪টি বিপজ্জনক অ্যাপস চিহ্নিত করেছেন। এসব অ্যাপস ইতিমধ্যে ৩৮২ মিলিয়ন সংখ্যাকবার ডাউনলোড করা হয়েছে। নিচে উল্লেখিত অ্যাপগুলোর মধ্যে কোনোটি আপনার ফোনে থাকলে দ্রুত আনইনস্টল করে ফেলুন।

১. হাই ভিপিএন, ফ্রি ভিপিএন, ২. সকার পিনবল, ৩. ডিগ ইট, ৪. ওয়ার্ড ক্রাশ, ৫. মিউজিক রোম, ৬. ওয়ার্ড ক্রসি, ৭. পাজল বক্স, ৮. ওয়াল্র্ড জু, ৯. প্রাইভেট ব্রাউজার, ১০. ক্যালেন্ডার লাইট, ১১. টার্বো ব্রাউজার, ১২. জয় লঞ্চার, ১৩. ভাইরাস ক্লিনার ২০১৯, ১৪. সুপার ক্লিনার, ১৫. হাই সিকিউরিটি ২০১৯, ১৬. ক্যান্ডি সেলফি ক্যামেরা, ১৭. সুপার ব্যাটারি, ১৮. ক্যান্ডি গ্যালারি, ১৯. হাই ভিপিএন প্রো, ২০. নেট মাস্টার, ২১. ফাইলম্যানেজার, ২২. সাউন্ড রেকর্ডার, ২৩. লেজার ব্রেক, ২৪. ওয়েদার ফরকাস্ট।

সোফোসের গবেষকদের আবিষ্কৃত বিপজ্জনক ২১ অ্যাপস

গত ২৬ জানুয়ারি মিরর অনলাইন এক প্রতিবেদনে জানায়, সোফোসের গবেষকরা ২১টি বিপজ্জনক অ্যাপের সন্ধান পেয়েছেন। এসব অ্যাপস ইতিমধ্যে প্রায় ৬০০ মিলিয়ন সংখ্যাকবার ডাউনলোড হয়েছে। অ্যাপগুলো হচ্ছে-

১. অ্যাস্ট্রোফান, ২. ইজিস্ন্যাপ, ৩. ভিকাট, ৪. ফেস এক্স প্লে, ৫. ফরচুরমিরর, ৬. ফিল্মিগো, ৭. গো কিবোর্ড, ৮. গো কিবোর্ড লাইট, ৯. গো এসএমএস প্রো, ১০. গো রেকর্ডার, ১১. গো সিকিউরিটি, ১২. জেড ক্যামেরা, ১৩. মাস্টার রেকর্ডার, ১৪. এস ফটো এডিটর, ১৫. ওয়ান্ডার ভিডিও, ১৬. ক্লিপভিউ, ১৭. ফিলমিক্স, ১৮. ফটো রিকভারি অ্যান্ড ভিডিও রিকভারি, ১৯. স্ক্রিনরেকর্ডার, ২০. ভি রেকর্ডার, ২১. ভি রেকর্ডার লাইট।

সাইবার নিউজের গবেষকদের আবিষ্কৃত বিপজ্জনক ৩০ অ্যাপস

গত ২০ জানুয়ারি মিরর অনলাইনের প্রতিবেদনে বলা হয়, সাইবার নিউজের বিশেষজ্ঞরা ৩০টি বিপজ্জনক ক্যামেরা অ্যাপস সম্পর্কে সতর্ক করেছেন, যেগুলো ইতিমধ্যে ১.৪ বিলিয়ন বার ডাউনলোড হয়েছে। অ্যাপগুলো হচ্ছে-

১. বিউটিপ্লাস - ইজি ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা, ২. বিউটিক্যাম, ৩. বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা, ৪. বিউটি ক্যামেরা প্লাস - সুইট ক্যামেরা মেকআপ ফটো, ৫. বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ৬. সেলফি ক্যামেরা - বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ৭. ইউক্যাম পারফেক্ট - বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ৮. সুইট স্ন্যাপ - বিউটি সেলফি ক্যামেরা অ্যান্ড ফেস ফিল্টার, ৯. সুইট সেলফি স্ন্যাপ - সুইট ক্যামেরা, বিউটি ক্যাম স্ন্যাপ, ১০. বিউটি ক্যামেরা - সেলফি ক্যামেরা উইথ ফটো এডিটর, ১১. বিউটি ক্যামেরা - বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ১২. বি৬১২ - বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা, ১৩. ফেস মেকআপ ক্যামেরা অ্যান্ড বিউটি ফটো মেকআপ এডিটর, ১৪. সুইট সেলফি - সেলফি ক্যামেরা অ্যান্ড মেকআপ ফটো এডিটর, ১৫. সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা অ্যান্ড মেকআপ ক্যামেরা, ১৬. ইউক্যাম পারফেক্ট – বেস্ট ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা, ১৭. বিউটি ক্যামেরা মেকআপ ফেস সেলফি, ফটো এডিটর, ১৮. সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা, ১৯. জেড বিউটি ক্যামেরা, ২০. এইচডি ক্যামেরা সেলফি বিউটি ক্যামেরা, ২১. ক্যান্ডি ক্যামেরা – সেলফি, বিউটি ক্যামেরা, ফটো এডিটর, ২২. মেকআপ ক্যামেরা – সেলফি বিউটি ফিল্টার ফটো এডিটর, ২৩. বিউটি সেলফি প্লাস – সুইট ক্যামেরা ওয়ান্ডার এইচডি ক্যামেরা, ২৪. সেলফি ক্যামেরা – বিউটি ক্যামেরা অ্যান্ড এআর স্টিকার্স, ২৫. প্রিটি মেকআপ, বিউটি ফটো এডিটর অ্যান্ড সেলফি ক্যামেরা, ২৬. বিউটি ক্যামেরা, ২৭. বেস্টি - ক্যামেরা৩৬০ বিউটি ক্যাম, ২৮. ফটো এডিটর – বিউটি ক্যামেরা, ২৯. বিউটি মেকআপ, সেলফি ক্যামেরা ইফেক্টস, ফটো এডিটর, ৩০. সেলফি ক্যাম – বেস্টি মেকআপ বিউটি ক্যামেরা অ্যান্ড ফিল্টার্স।

বিটডিফেন্ডারের গবেষকদের আবিষ্কৃত বিপজ্জনক ১৭ অ্যাপস

গত ১৬ জানুয়ারি মিরর অনলাইন ১৭টি বিপজ্জনক অ্যাপসের তথ্য প্রকাশ করে। অ্যাপগুলোকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেন বিটডিফেন্ডারের গবেষকরা। অ্যাপগুলো হচ্ছে-

১. কার রেসিং ২০১৯, ২. ৪কে ওয়ালপেপার (ব্যাকগ্রাউন্ড ৪কে ফুল এইচডি), ৩. ব্যাকগ্রাউন্ডস ৪কে এইচডি, ৪. কিউআর কোড রিডার অ্যান্ড বারকোড স্ক্যানার প্রো, ৫. ফাইল ম্যানেজার প্রো – ম্যানেজার এসডি কার্ড/এক্সপ্লোরার, ৬. ভিএমওডব্লিউও সিটি : স্পিড রেসিং থ্রিডি, ৭. বারকোড স্ক্যানার, ৮. স্ক্রিন স্ট্রিম মিররিং, ৯. কিউআর কোড - স্ক্র্যান অ্যান্ড রিড অ্যা বারকোড, ১০. পিরিয়ড ট্র্যাকার – সাইকেল ওভ্যুলেশন উইমেন’স, ১১. কিউআর অ্যান্ড বারকোড স্ক্যান রিডার, ১২. ওয়ালপেপারস ৪কে, ব্যাকগ্রাউন্ডস এইচডি, ১৩. ট্রান্সফার ডাটা স্মার্ট, ১৪. এক্সপ্লোরার ফাইল ম্যানেজার, ১৫. টুডে ওয়েদার রিডার, ১৬. মোবনেট.আইও: বিগ ফিশ ফ্রেঞ্জি, ১৭. ক্লক এলইডি।

 

ঢাকা/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়