ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গুগল প্লে মিউজিকের জায়গা দখল করবে ইউটিউব মিউজিক

মো. রায়হান কবির || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ২৩ মে ২০২০   আপডেট: ২১:৩২, ১ অক্টোবর ২০২০
গুগল প্লে মিউজিকের জায়গা দখল করবে ইউটিউব মিউজিক

অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট অ্যাপ হিসেবে প্রায় সকল ফোনেই দেখা যায় গুগল প্লে মিউজিক অ্যাপটি।

কিন্তু গুগল ঘোষণা দিয়েছে, এ বছরই এই অ্যাপটি তারা বন্ধ করে দিবে। পরিবর্তে এটার জায়গায় চলে আসবে ইউটিউব মিউজিক। ঠিক কোন সময়টায় এটা বন্ধ হয়ে যাবে সে দিন তারিখ ঘোষণা না দিলেও এখন থেকেই গুগল প্লে মিউজিক অ্যাপের সকল গান বা প্লে লিস্ট ট্রান্সফারের সুযোগ দিচ্ছে গুগল।

এখন থেকেই আপনি চাইলে গুগল প্লে মিউজিকের গান, আর্টিস্ট, বা আপনার আপলোড করা গান বা তথ্য আপনি ইউটিউব মিউজিকে ট্রান্সফার করে নিতে পারবেন। তবে তা আপাতত অ্যান্ড্রয়েড-১০ অপারেটিং সিস্টেম চালিত মোবাইলে পাওয়া যাবে। তাছাড়া এখনই সব দেশের বা সব মোবাইলেই ট্রান্সফার অপশন দেখাবে না। এটা ধীরে ধীরে বিভিন্ন ধাপে দেখা দিবে। তাছাড়া হুট করেও আপনার গুগল প্লে মিউজিক বন্ধ হয়ে যাবে না, তার জন্য নোটিফিকেশন দেখা দিবে।

এক ভিডিও বার্তায় গুগল জানায়, ‘আমরা জানি এটাতে অভ্যস্ত হতে লম্বা সময় লাগবে কিন্তু সেজন্য আমরা আপনাদের পাশে আছি।’

তাই যখনই আপনার মোবাইলে গুগল প্লে মিউজিক সম্পর্কিত কোনো নোটিফিকেশন দেখতে পাবেন, তা গুরুত্বের সাথে নিয়ে আপনার প্লে লিস্ট ট্রান্সফার করে নিন। নতুবা আপনাকে কস্ট করে ইউটিউব মিউজিকে সব নতুন করে করতে হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়