ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্যালাক্সি এম৫১ ফোনে বিশাল ব্যাটারি

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ২২ আগস্ট ২০২০   আপডেট: ২০:৫৯, ১ অক্টোবর ২০২০
গ্যালাক্সি এম৫১ ফোনে বিশাল ব্যাটারি

স্যামসাং সম্প্রতি তাদের গ্যালাক্সি নোট ২০ সিরিজের মাধ্যমে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে আলোড়ন সৃষ্টি করেছে। আর এবার মিডরেঞ্জের স্মার্টফোনের বাজারে চমক সৃষ্টি করতে যাচ্ছে ব্র্যান্ডটি।

প্রাইজবাবা’র এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকের আক্ষেপ ঘোচাতে স্যামসাং নিয়ে আসছে ৭০০০এমএএইচ ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন। গ্যালাক্সি এম৫১ নামের এই ডিভাইসটি স্যামসাংয়ের সবচেয়ে বেশি ব্যাটারি সক্ষমতার স্মার্টফোন হতে যাচ্ছে। 

এই ফোনের ব্যাটারি সক্ষমতা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৭ এর প্রায় সমান (৭,০৪০ এমএএইচ)। মানে ট্যাবলেট পিসির মতো বিশাল ব্যাটারি থাকছে গ্যালাক্সি ৫১ ফোনে। যা গ্যালাক্সি নোট ২০ আল্ট্রা ফোনের তুলনায় ২৫০০এমএইচ বেশি।

প্রাইজবাবা’র প্রতিবেদনে আরো বলা হয়, ডিভাইসটি ২৫ ওয়াটের চার্জার সমর্থিত হতে পারে। ফলে স্ট্যাডার্ড ১০ ওয়াটের চার্জার দিয়ে এটি চার্জ হতে কত সময় লাগবে, সে তথ্য জানতে অনেকেই আগ্রহী।

স্যামসাং ইতিমধ্যে তাদের এম সিরিজের মাধ্যমে বিশাল ব্যাটারির স্মার্টফোন বাজারে নিয়ে আসার নজির স্থাপন করেছে। এম৩১ এবং এম২১ ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি দেখা গেছে। বর্তমানে বাজারে থাকা স্যামসাং ফোনগুলোর মধ্যে এই দুটি ফোনের ব্যাটারিই সবচেয়ে বড়।

আসন্ন গ্যালাক্সি এম৫১ ফোনের অন্যান্য ফিচারের মধ্যে ৬ জিবি/৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া লিকস্টার ইশান আগরওয়ালের দাবি, কোয়াড রিয়ার ক্যামেরার এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। আরো গুঞ্জন রয়েছে যে, ৩২ মেগাপিক্সেলের পাঞ্চ হোল সেলফি ক্যামেরাসহ এতে ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

গ্যালাক্সি এম৫১ ডিভাইসটি কবে নাগাদ উন্মোচন করা হতে পারে এবং দাম কি রকম হবে, সে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়