RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

সেলফি ও ফটোপ্রেমীদের জন্য আসছে ভিভো ভি২০

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ৩০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:২৪, ১ অক্টোবর ২০২০
সেলফি ও ফটোপ্রেমীদের জন্য আসছে ভিভো ভি২০

সেলফি ও ফটোগ্রাফিপ্রেমীদের উন্নত অভিজ্ঞতা দিতে নতুন স্মার্টফোন নিয়ে আসছে চীনা বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০। চলতি বছরের প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে আনা ভি২০ ফোনে থাকবে আই অটোফোকাস প্রযুক্তি।

আসন্ন এই ফোনের প্রধান বৈশিষ্ট্য হলো, এর শক্তিশালী ক্যামেরা। এতে ব্যবহৃত আই অটোফোকাস প্রযুক্তির ফলে মোবাইল ফটোগ্রাফিতে পেশাদার ফটোগ্রাফির মতো সুবিধা পাওয়া যাবে এবং যেকোনো কিছুর পরিষ্কার ছবি তোলা যাবে। পাশাপাশি আল্ট্রা এইচডি ভিডিও ধারণ করার সুবিধাও পাওয়া যাবে।

এছাড়াও এই প্রযুক্তির মাধ্যমে সেলফি বা পোট্রেট তোলার সময় ক্যামেরা নিজেই কালার টোন ঠিক রেখে বিষয়বস্তু বাছাই করে নেবে। যার মাধ্যমে চলমান অবস্থাতেও স্থির ছবি তুলতে সাহায্য করবে ভিভো ভি২০।

আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভিভো ভি২০ এর উন্মোচন করা হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়