ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

স্বাধীনতা দিবস উপলক্ষে লাইকির আকর্ষণীয় ক্যাম্পেইন 

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪২, ২৩ মার্চ ২০২১  
স্বাধীনতা দিবস উপলক্ষে লাইকির আকর্ষণীয় ক্যাম্পেইন 

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শর্ট ভিডিও তৈরি ও শেয়ারের জনপ্রিয় অ্যাপ লাইকি বেশ কিছু আকর্ষণীয় ক্যাম্পেইন আয়োজন করেছে। 

এই ক্যাম্পেইনের মাধ্যমে লাইকি ব্যবহারকারীরা তাদের প্রতিভা সবার সামনে তুলে ধরতে পারবেন। এতে রয়েছে বিভিন্ন হ্যাশট্যাগ ক্যাম্পেইন, যেমন- #দেশকেজানো, #রোরলাইকটাইগার, #ইন্ডিপেন্ডেন্সডে২০২১ ড্রামা চ্যালেঞ্জ এবং #স্বাধীননাচ। সিয়াম, টয়া এবং মৌসুমীর মতো খ্যাতনামা তারকারা ক্যাম্পেইনটিতে অংশ নেবেন। 

#দেশকেজানো চ্যালেঞ্জে থাকবে বাংলাদেশ বিষয়ক জ্ঞান নিয়ে কিউ অ্যান্ড এ স্টিকার এবং খেলাধুলা, ভূগোল, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জেনেরিক বিবৃতি, যেগুলোর উত্তর ‘দিস’ অথবা ‘দ্যাট’ পদ্ধতিতে দিতে হবে। প্রতিটি বিবৃতির সঙ্গে দুটো অপশন থাকবে - মিথ্যা বা সত্য। অংশগ্রহণকারী একটি বিবৃতি সম্পন্ন করার পর পরবর্তী বিবৃতিটি সামনে চলে আসবে। এভাবে ১৫-৩০ সেকেন্ডের মধ্যে যতগুলো সম্ভব সঠিক উত্তর দিতে হবে।

#রোরলাইকটাইগার ক্যাম্পেইনে থাকবে এআই ফেস + টাইগার ট্রেনিং। ব্যবহারকারীরা ভার্চুয়াল বাঘের সঙ্গে ছবি তুলতে পারবেন। ব্যবহারকারীরা যখন মুখ হা করবেন, তখন ছবির প্রসেসিং সম্পন্ন করতে 'বাঘও মুখ হা করবে এবং ব্যবহারকারীর এআই ফেস' সমন্বয় প্রক্রিয়া শেষ হবে।

‘আপনার স্বাধীনতার অপব্যবহার করবেন না’- এই সচেতনতামূলক বার্তাটি দ্বারা অনুপ্রাণিত নাটিকার প্রতিযোগিতা হচ্ছে #ইন্ডিপেন্ডেন্সডে২০২১ চ্যালেঞ্জ। প্রতিযোগিতার অংশ হিসেবে ব্যবহারকারীরা স্বাধীনতার যথাযথ এবং দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবার মধ্যে সচেতনতা বাড়াতে স্বাধীনতার অপব্যবহার কেন্দ্রিক বিভিন্ন ঘটনা নিয়ে নাটিকা তৈরি করতে পারবেন।

#স্বাধীননাচ চ্যালেঞ্জের অংশ হিসেবে ব্যবহারকারীরা একটি দেশাত্মবোধক গান নির্বাচন করবেন, তারপর লাল ও সবুজ রঙের পোশাক পরে যথার্থ এবং শোভনভাবে একটি নৃত্য পরিবেশন করতে পারবে। পুরো কার্যক্রমের মাঝে এই চ্যালেঞ্জটি অন্যরকম আনন্দ যুক্ত করবে। 

এ ব্যাপারে লাইকির বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘স্বাধীনতা দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন রকম ক্যাম্পেইনের আয়োজন করেছি। এটি আমাদের ব্যবহারকারীদের আনন্দের সঙ্গে তাদের সুপ্ত দক্ষতা কাজে লাগিয়ে স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করবে। পাশাপাশি তাদের বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে আরও জানতে অনুপ্রাণিত করবে।’

এই উদযাপনকে আরও উপভোগ্য করতে থাকবে পুরস্কার। লাইকি অফিসিয়াল টিম কর্তৃক নির্বাচিত #ইন্ডিপেন্ডেন্সডে২০২১ চ্যালেঞ্জে অংশ নেয়া সেরা নাটিকা নির্মাতার জন্য থাকবে মোটরসাইকেল জেতার সুযোগ।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়