ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

লেনোভো ট্যাব আনল সেলেক্সট্রা

প্রকাশিত: ১৭:৫৯, ৩১ জুলাই ২০২১   আপডেট: ২১:১১, ৩১ জুলাই ২০২১
লেনোভো ট্যাব আনল সেলেক্সট্রা

করোনা মহামারির এ সময়ে হোম অফিস, অনলাইন ক্লাস, মিটিং, ওয়ার্কশপ এখন কম্পিউটার বা স্মার্টফোন নির্ভর। ডিজিটাল ডিভাইস হিসেবে এগিয়ে রয়েছে ট্যাবলেট পিসি বা ট্যাবও। বাচ্চার স্কুল থেকে শুরু করে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের দিন কাটছে ডিজিটাল দুনিয়ায়। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভোর একাধিক ট্যাব দেশের বাজারে নিয়ে এসেছে সেলেক্সট্রা লিমিটেড।

লেনোভো ট্যাব এম ৮: এতে থাকছে আট ইঞ্চি এইচডি ডিসপ্লে, কোয়াড কোর ২.০ গিগাহার্জ প্রসেসর, ডলবি অডিও স্পিকার এবং মাইক্রো এসডি কার্ড ট্রে । ৫১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে যা ১৮ ঘণ্টা টানা ব্রাউজিং এক্সপেরিয়েন্স দেবে। পেছনে ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা, সামনে রয়েছে ২ মেগাপিক্সেল। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম অথবা ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি র‌্যাম- দুটি ভার্সনে পাওয়া যাবে এই ট্যাব।

লেনোভো ট্যাব এম১০: প্রিমিয়াম গ্যাজেটে যা থাকা উচিত, তার সবই রয়েছে এই ট্যাবে। ১০.১ ইঞ্চি আইপিএস এইচডি স্ক্রিন, ডলবি অ্যাটমোস ডুয়াল স্পিকার, অ্যান্ড্রয়েড ১০ আপডেট। ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিতে রয়েছে যা টানা ১০ ঘণ্টা ব্রাউজিং ও ৮ ঘণ্টা ভিডিও প্লে ব্যাক সুবিধা দেবে। পেছনে ৮ মেগাপিক্সেলের অটো ফোকাস ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। কম আলোতে ব্যবহারে থাকছে আই প্রোটেকশন টেকনোলোজি, এছাড়া ফেস আনলক দেবে বাড়তি সুরক্ষা। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম রয়েছে এবং স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬ জিবি পর্যন্ত।

মডেল ভেদে ট্যাবগুলোর দাম ১৪৯৯৯ টাকা থেকে ২৮৯৯৯ টাকার মধ্যে। অনলাইনে সেলেক্সট্রা (www.salextra.com.bd) থেকে অর্ডার করলে ৪৮ ঘণ্টার মধ্যে ডেলিভারি সুবিধা পাওয়া যাবে (ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য)। এছাড়া সারা দেশে ফাস্ট ডেলিভারি করছে তারা। ইএমআইতে পণ্য কেনার সুযোগও রয়েছে সেলেক্সট্রাতে।

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়