ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দারাজে ৭ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পেইন

প্রকাশিত: ২১:০১, ২৬ আগস্ট ২০২১   আপডেট: ২১:১২, ২৬ আগস্ট ২০২১
দারাজে ৭ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী ক্যাম্পেইন

চীনের আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ (www.daraz.com.bd) সফলতার সঙ্গে তাদের যাত্রার সাত বছর অতিক্রম করেছে। দেশের সর্ববৃহৎ এই অনলাইন মার্কেটপ্লেসটি তাদের সাত বছরের যাত্রার বর্ণিল মাইলফলক স্মরণীয় করে রাখার পাশাপাশি ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীদের আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা স্বরূপ বিশেষ ক্যাম্পেইন আয়োজন করতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দারাজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে অনলাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে সেভেন্থ অ্যানিভার্সারি ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। অনুষ্ঠানে দারাজের গ্রুপ সিইও বিয়ার্কে মিক্কেলসেন, দারাজ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মোস্তাহিদল হক, চিফ মার্কেটিং অফিসার মো. তাজদীন হাসান, চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম সহ প্রতিষ্ঠানটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে।   

অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২-৮ সেপ্টেম্বর পর্যন্ত #থ্যাংকইউবাংলাদেশ স্লোগানে দারাজে বিশেষ ক্যাম্পেইন চলবে। এসময়ে ক্রেতারা বিভিন্ন অফার ও ডিল উপভোগ করতে পারবেন। মিস্ট্রি বক্স, শেক শেক ভাউচার, ৭ হাজার টাকা ছাড় পর্যন্ত মেগা ডিল, প্রিপেমেন্ট ডিসকাউন্ট, আই লাভ ভাউচার ও ফ্ল্যাশ সেলসহ দুর্দান্ত সব অফার থাকবে এ ক্যাম্পেইনে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘গত সাত বছর বিভিন্ন কারণে দারাজের জন্য চমৎকার ও স্মরণীয় হয়ে থাকবে। বিভিন্ন শ্রেণির মানুষ নিঃশর্তভাবে আমাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন; যার ফলশ্রুতিতে আমরা এখন দেশের মানুষের সবচেয়ে পছন্দের ই-কমার্স প্ল্যাটফর্ম। আমাদের এ যাত্রায় যারা দারাজের পাশে ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সকলের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আমরা ক্রেতাদের জন্য প্রতিষ্ঠাবার্ষিকীতে আকর্ষণীয় অফার ও চমৎকার সব ডিল নিয়ে এসেছি।’

ক্রেতাদের কেনাকাটার সুবিধার্থে এই ক্যাম্পেইনে থাকছে পেমেন্ট ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। কেনাকাটার পেমেন্ট বিকাশের মাধ্যমে করলে তাৎক্ষণিকভাবে ১৫ শতাংশ (সর্বোচ্চ ২০০ টাকা) ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে। এছাড়া পিবিএল, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড (আইবিবিএল) এর গ্রাহকরা ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন  (প্রতিবার লেনদেনে সর্বোচ্চ ১৫০০ টাকা, দুইবার প্রযোজ্য)।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়