ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট

প্রকাশিত: ২০:২২, ৩০ আগস্ট ২০২১   আপডেট: ১৫:৪৮, ৩১ আগস্ট ২০২১
দেশে শুরু হচ্ছে ভ্যালোরেন্ট গেমিং টুর্নামেন্ট

দেশে শুরু হচ্ছে মাসব্যাপী গেমিং প্রতিযোগিতা ‘রেজার ভ্যালোরেন্ট কাপ’। বিশ্বখ্যাত গেমিং পণ্য নির্মাতা ব্র্যান্ড রেজার এবং দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই প্রতিযোগিতার যৌথ আয়োজক।

আয়োজক সূত্র জানায়, প্রতিযোগিতায় অংশগ্রহণে ১২৮টি দল বিনামূল্যে নিবন্ধনের সুযোগ পাবে। প্রতিটি দলে সর্বোচ্চ ৬ জন গেমার থাকতে পারবে। প্রাথমিক বাছাইয়ের নির্বাচিত ৩২টি দল নিয়ে শুরু হবে মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে ২৫ হাজার টাকা পুরস্কার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দলগুলো যথাক্রমে ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা পাবে।

টুর্নামেন্ট অংশ নিতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে। অনলাইনভিত্তিক টুর্নামেন্ট চলবে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে। নিবন্ধনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণের বিস্তারিত জানা যাবে www.startech.com.bd ঠিকানায়।

এ গেমিং প্রতিযোগিতা প্রসঙ্গে স্টার টেকের চেয়ারম্যান রাশেদ আলী ভূইয়া বলেন, করোনার কারণে প্রতিযোগিতাটি ভার্চুয়ালি আয়োজিত হচ্ছে। ভার্চুয়ালি হলেও তরুণ গেমারদের অংশগ্রহণে জমজমাট প্রতিযোগিতা হবে বলে আমরা প্রত্যাশা করছি।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়