ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

একাধিক পদে চাকরি দিচ্ছে বিআইসিএম

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ১৭ সেপ্টেম্বর ২০২০  
একাধিক পদে চাকরি দিচ্ছে বিআইসিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান প্রসারের জন্য সরকারি অর্থায়নে এবং বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এর তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ৫ জনকে নিয়োগ দেবে বিআইসিএম।

পদের নাম: পরিচালক (স্টাডিজ)

পদ সংখ্যা: ১টি (স্থায়ী পদ)।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি/পরিসংখ্যান/গণিত/ব্যাংকিং/আইন বিষয়ে প্রথম শ্রেণির স্নাতক এবং প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। অথবা বি.বি.এ এবং এম.বি.এ পরীক্ষার উভয়টিকে প্রথম শ্রেণি বা ন্যূনতম সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৩৫ থাকতে হবে।

বয়স: অনূর্ধ্ব ৫৫ বছর।

বেতন: মূল বেতন ১,২০,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমোট ১,৯৫,২৫০ টাকা এবং ড্রাইভার ও জ্বালানিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা।

পদের নাম: ডেপুটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: ১টি (চুক্তিভিত্তিক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন: মূল বেতন ৬০,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমোট ৯৪,৩০০ টাকা।

পদের নাম: সহকারী হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: ১টি (চুক্তিভিত্তিক)।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ও কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি। কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: মূল বেতন ৩৫,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমোট ৫৫,৪০০ টাকা।

পদের নাম: নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব

পদ সংখ্যা: ১টি (স্থায়ী পদ)।

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স/ব্যবসায় প্রশাসন/হিসাববিজ্ঞান/ব্যবস্থাপনা/অর্থনীতি/ইংরেজি/আন্তর্জাতিক সম্পর্ক/পরিসংখ্যান বিষয়ে প্রথম শ্রেণির সম্মান বা ৪ বছর মেয়াদী স্নাতক ও প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি (উভয় ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ৩.২ থাকতে হবে)।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: মূল বেতন ৩৫,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমোট ৫৫,৪০০ টাকা।

পদের নাম: গাড়িচালক

পদ সংখ্যা: ১টি (স্থায়ী পদ)।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও হালকা যানবাহন চালনায় লাইসেন্সধারী।

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর।

বেতন: মূল বেতন ১২,০০০ টাকা ও অন্যান্য ভাতাদিসহ সর্বমোট ২১,৭০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র আগামী ৮ অক্টোবরের মধ্যে- পরিচালক (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম), ৩৪, তোপখানা রোড, বিজিআইসি টাওয়ার (১ম-৪র্থ তলা ও ৯ম-১০ম তলা), ঢাকা-১০০০ বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের নমুনা পাওয়া যাবে বিআইসিএমের ওয়েবসাইটে http://bicm.gov.bd

আবেদনের নিয়মাবলী: আবেদনের নিয়মকানুন ও অন্যান্য তথ্য জানতে ক্লিক করুন এখানে

ঢাকা/ফিরোজ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়