ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৮, ৩ এপ্রিল ২০২৩   আপডেট: ২২:৩৮, ৩ এপ্রিল ২০২৩
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে চাকরির সুযোগ

ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ‘এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর’ পদে লোকবল নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ডেপুটি হাইকমিশনার অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর।

আরো পড়ুন:

গ্রেড: এক্সিকিউটিভ অফিসার (ইও)।

পদ সংখ্যা: ১।

চাকরির ধরন: স্থায়ী।

আবেদন যোগ্যতা: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অফিসার হিসেবেও কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান, জাতীয় প্রতিষ্ঠান বা কূটনৈতিক মিশনে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। তথ্যপ্রযুক্তির বিষয়ে উচ্চ দক্ষতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে। ড্রাফটিংয়ে পারদর্শী হতে হবে। সাংগঠনিক দক্ষতার পাশাপাশি স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হতে হবে। চাহিদা অনুযায়ী কাজ করতে সক্ষম হতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,২২,৭৪৫ টাকা। সঙ্গে সপ্তাহে দুই দিন ছুটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের শেষ তারিখ ১২ এপ্রিল, ২০২৩।

/ফিরোজ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়