ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ম্যান অব দ্য ইয়ার’ ক্যালভিন হ্যারিস

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৯, ৪ জুন ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ম্যান অব দ্য ইয়ার’ ক্যালভিন হ্যারিস

ক্যালভিন হ্যারিস

বিনোদন ডেস্ক : স্কটিশ ডিজে এবং পপ তারকা টেইলর সুইফট’র বর্তমান বয়ফ্রেন্ড ক্যালভিন হ্যারিস ‘ম্যান অব দ্য ইয়ার’ খেতাবে ভূষিত হয়েছেন। গ্ল্যামার ম্যাগাজিনের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়।

গত ২ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয় এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। এ অনুষ্ঠানের মঞ্চে ৩১ বছর বয়সি ক্যালভিনের হাতে ট্রফি তুলে দেন ব্রিটিশ মডেল এবং অভিনেত্রী রসি হান্টিংটন হুইটনি।

ক্যালভিনকে এ পুরস্কার প্রদান করা হয় তার অসাধারণ সংগীত প্রতিভা এবং ফ্যাশন সচেতনতার জন্য। ক্যামেরার সামনে এবং পেছনে দুই জায়গাতেই তার ফ্যাশন সমানভাবে সকলের কাছে প্রশংসিত।       

তারকা ঝলমলে এ অনুষ্ঠানেও নিজের ফ্যাশনটাকে বেশ গুরুত্ব সহকারে দেখিয়েছেন ক্যালভিন। অনুষ্ঠানে কালো রঙের একটি ব্লেজার এবং তার সঙ্গে মিল রেখে প্যান্ট পরেছিলেন এ তারকা। আর ব্লেজারের নিজে ছিল সাদা রঙের একটি শার্ট।

এ পুরস্কার পাওয়ার পর নিজের ইন্সটাগ্রামে খবরটি ভক্তদের জানিয়েছেন এ ডিজে। ইন্সটাগ্রামে ট্রফি হাতে তার ছবি দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গ্ল্যামার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমি এবং আমার ডান পাশে আরো মজার কিছু।’

২০১৪ সালের অক্টোবরে বিলবোর্ড টপচার্টে রেকর্ড গড়েছিলেন এ সংগীত প্রযোজক এবং ডিজে। তার তিনটি গান পর পর বিলবোর্ডের ড্যান্স/ইলেকট্রনিক ক্যাটাগরিতে টপচার্টের শীর্ষে ছিল। তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে ‘প্রে টু গড’, ‘সামার’ এবং ‘আই নিড ইয়োর লাভ’।

অনুষ্ঠানে এ তারকার সাবেক গার্লফ্রেন্ড রিটা ওরা তার ‘দ্য ভয়েজ ইউকে’ অনুষ্ঠানের জন্য সেরা টিভি ব্যক্তিত্বের পুরস্কার পেয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৫/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়