ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিয়াম

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফ্রান্সকে পেছনে ফেলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক : ফুটবল বিশ্বের দলগুলোর সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম। ১৭২৭ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। আর ১৭২৬ পয়েন্ট নিয়ে ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল বেলজিয়াম।

ফিফা র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ব্রাজিল। বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে চতুর্থ স্থানে। বাকিদের অবস্থান মোটামুটি একই রয়েছে। উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালে ওঠা ইংল্যান্ড ও পর্তুগাল রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। উরুগুয়ে, সুইজারল্যান্ড, স্পেন, ডেনমার্ক রয়েছে শীর্ষ দশে।
 


ইরান রয়েছে ২৯তম অবস্থানে। যা তাদের এশিয়ার মধ্যে শীর্ষ স্থান দিয়েছে। র‌্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে থেকেই তারা ৫ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপে মাঠে নামবে। এশিয়া কাপের আয়োজক কাতার অবস্থান করছে ৯৩তম স্থানে। বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৯০৭ পয়েন্ট নিয়ে ১৯২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সেনেগাল আফ্রিকার সেরা দল। তারা ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান করছে ২৩ এ। কনকাকাফ অঞ্চলে শীর্ষে রয়েছে মেক্সিকো। ফিফা র‌্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ১৭। যুক্তরাষ্ট্র রয়েছে ২৫তম স্থানে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ ডিসেম্বর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়