ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগোলেন রাহী

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেস্ট র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগোলেন রাহী

আবু জায়েদ রাহী। ছবি: মিলটন আহমেদ

ইন্দোর টেস্টে ভারতের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কেবল আবু জায়েদ রাহীর বোলিং। একমাত্র ইনিংসে ৪ উইকেট নেওয়া এই পেসার আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন।

রোববার আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ৬২তম স্থানে আছেন মাত্র ছয়টি টেস্ট খেলা রাহী।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম ও লিটন দাসের। দুই ইনিংসে ৪৩ ও ৬৪ রানের পর পাঁচ ধাপ এগিয়ে ৩০তম স্থানে আছেন মুশফিক। ছয় ধাপ এগিয়ে ৮৬তম স্থানে আছেন লিটন।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ভারতের পেসার মোহাম্মদ শামি ও ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। ম্যাচে ৭ উইকেট নেওয়া শামি আট ধাপ এগিয়ে সপ্তম স্থানে আছেন। তার রেটিং পয়েন্ট এখন ৭৯০, যা ভারতীয় পেসারদের ইতিহাসে তৃতীয় সেরা। এক ধাপ করে এগিয়েছেন অন্য দুই পেসার ইশান্ত শর্মা (২০তম) ও উমেশ যাদব (২২তম)।

ক্যারিয়ার সেরা ২৪৩ রানের ইনিংস খেলা মায়াঙ্ক আছেন ১১তম স্থানে। নিজের প্রথম আট টেস্টে ৮৫৮ রান করা ২৮ বছর বয়সি এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৬৯১। চার ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে আছেন রবীন্দ্র জাদেজা।

আর ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সংহত করেছে। বিরাট কোহলির দলের পয়েন্ট এখন ঠিক ৩০০। তারা এখনো কোনো পয়েন্ট হারায়নি। ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজ ও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে পূর্ণ ১২০ পয়েন্ট করে অর্জন করে ভারতীয়রা। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জিতে পেয়েছে আরও ৬০ পয়েন্ট।  

 

ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়