ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টটেনহামের কোচ পচেত্তিনো বরখাস্ত

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৩৪, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টটেনহামের কোচ পচেত্তিনো বরখাস্ত

ইংলিশ প্রিমিয়ার লিগে দলের বাজে পারফরম্যান্সের দায়ে চাকরি হারাতে হলো টটেনহামের কোচ মারিসিও পচেত্তিনোকে।

গত মৌসুমে পচেত্তিনোর হাত ধরেই নিজেদের ইতিহাসের প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল টটেনহাম। পরে লিভারপুলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় তাদের। তবে বছরজুড়ে লিগে তাদের অবস্থান ভালো ছিল না।

চলতি মৌসুমেও লিগে টটেনহামের দুঃসময় যেন কাটছে না। প্রথম ১২ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র তিনটি। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলেও তাদের অবস্থান ১৪তম। মূলত লিগের ফর্মের কারণেই পচেত্তিনোকে বরখাস্ত করা হয়েছে বলে মঙ্গলবার রাতে জানিয়েছে টটেনহাম।

২০১৪ সালের মে মাসে টটেনহামের দায়িত্ব পেয়েছিলেন পচেত্তিনো। সাড়ে পাঁচ বছরের মাথায় বরখাস্ত হতে হলো তাকে। গত ৯ নভেম্বর প্রিমিয়ার লিগে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচটা হয়ে থাকল টটেনহামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ।


ঢাকা/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়