ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে চ্যাম্পিয়নস লিগ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে চ্যাম্পিয়নস লিগ

করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে বেলজিয়ামের শীর্ষ প্রিমিয়ার লিগ। ফুটবলের অন্যান্য শীর্ষ লিগগুলোও থমকে আছে। থমকে আছে চ্যাম্পিয়নস লিগের মতো আসরও।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিন করোনাভাইরাসের ভয়াবহতা বাড়ছে। এমন অবস্থায় চ্যাম্পিয়নস লিগের মৌসুম শেষ হওয়ার জন্য কতদিন অপেক্ষা করবে উয়েফা? তার একটা সম্ভাব্য সময় জানালো উয়েফার সভাপতি আলেকসান্দার চেফেরিন। তার মতে, উয়েফার দুই ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ শেষ করতে হবে ৩ আগস্টের মধ্যেই।

চেফেরিন চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ শেষ করার আশা যেমন দিয়েছেন, জানিয়েছেন প্রয়োজনে বাতিলও হতে পারে এবারের আসর। সম্প্রতি জার্মানির এক টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে চেফেরিন বলেন,

‘চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ আবার শুরু করার জন্য আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। এটা হতে পারে মে, জুন, জুলাইয়ে। আবার খেলা আর মাঠে নাও গড়াতে পারে। এই বিষয়ও আমাদের আলোচনায় এসেছে।’

তবে উয়েফা চাইছে নিয়মের পরিবর্তন করে হলেও আসর শেষ করতে। যদি তাই হয় তবুও আসর শেষের সর্বশেষ সময়সীমা ধরা হয়েছে ৩ আগস্টই। চেফেরিন বলেন, ‘আমাদের একটা গ্রুপ এ নিয়ে কাজ করছে। ক্লাবগুলোও খেলোয়াড়দের খেলতে দেওয়া নিয়ে ভাবতে হচ্ছে। তবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ, সবই আগামী ৩ আগস্টের মধ্যে শেষ করতে হবে।’

টুর্নামেন্ট শেষ করার তাগিদে দুই লেগের বদলে হতে পারে এক লেগের খেলাও। শেষ চার অথবা শেষ আটের খেলা হতে পারে একটা শহরে। তাই সবাইকে আরও সহনশীল হওয়ার আহবান জানিয়ে চেফেরিন বলেন, ‘এটা কঠিন পরিস্থিতি। আমাদের অনেকগুলো বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। এ সময় আমাদের সবাইকে তাই সহনশীল হতে হবে।’


ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ