ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট বিক্রিতে জালিয়াতি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২১, ৭ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট বিক্রিতে জালিয়াতি

২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের টিকিট বিক্রিতে জালিয়াতি করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। তাদের সঙ্গে এই কাজে সহায়তা করেছে আরও দুটি প্রাইভেট কোম্পানি। আর এই জন্য ৪.৯ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে কলম্বিয়া ফুটবল ফেডারেশনের ১৭ জন কর্মকর্তাসহ ওই দুই প্রাইভেট কোম্পানিকে। যা বাংলাদেশি অর্থমূল্যে ৪০ কোটি টাকার সমান।

সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির ইন্ডাস্ট্রি এবং কমার্স সুপারিনটেন্সির (এসআইসি) প্রধান আন্দ্রেস বারেতো। তিনি জানিয়েছেন, ফেডারেশনের সঙ্গে যুক্ত হয়ে ওই দুই কোম্পানি বিক্রি হওয়া টিকিট পুনরায় বিক্রির মতো জালিয়াতি করেন। শুধু তাই নয়, টিকিটের নির্দিষ্ট মূল্যের প্রায় ৩-৪ গুণ বেশি দামে বিক্রি করেছে তারা।

নিজেদের দেশে অনুষ্ঠিত ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচের টিকিট বিক্রিতে এমন অনিয়ম করেছিল তারা। যে ম্যাচগুলো হয়েছিল অক্টোবর ২০১৫ থেকে অক্টোবর ২০১৭ পর্যন্ত। এমন জালিয়াতিতে অংশীদার ছিলেন কলম্বিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি র‍্যামন হেসুরান এবং তাঁর পূর্বসূরী লুইস বেদোয়া।

 

ঢাকা/কামরুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়