কেপটাউন টেস্টে ডি কক ও মরিস
শামীম || রাইজিংবিডি.কম
কুইন্টন ডি কক
ক্রীড়া ডেস্ক : ডারবান টেস্টে হারের পর কেপটাউন টেস্টে ঘুরে দাঁড়ানোর ছক কষছে দক্ষিণ আফ্রিকা। ইতিমধ্যেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে তারা। দ্বিতীয় টেস্টে প্রোটিয়া শিবিরে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তার সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলার ক্রিস মরিস।
ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে দক্ষিণ আফ্রিকা। তাই দ্বিতীয় ম্যাচে আসন্ন ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। সে লক্ষ্যে ডি কককে দলে রাখা হয়েছে। কয়েক দিন আগে একটি চার দিনের ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এ ছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের হয়েও অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। আর এ পারফরম্যান্সই নির্বাচকদের নজর কেড়েছে।
এদিকে নতুন করে কাঁধের ইনজুরিতে ভুগলেও দ্বিতীয় টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে ডেল স্টেইনকে। তবে এই প্রোটিয়া পেসার মাঠে নামতে না পারলে বল হাতে দেখা যেতে পারে ক্রিস মরিসকে। স্টেইনের ইনজুরির অবস্থা শেষপর্যন্ত দেখতে চান প্রোটিয়া কোচ রাসেল ডমিংগো। তিনি বলেন, ‘আমরা ডেলের বিষয়টি কাল কিংবা এর পরের দিন পর্যন্ত দেখব। সে আমাদের হয়ে অনেক টেস্ট ম্যাচেই খেলতে পারছে না।’
রাইজিংবিডি/ঢাকা/৩০ ডিসেম্বর ২০১৫/শামীম/রফিক
রাইজিংবিডি.কম