ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেনাল্টিতে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পেনাল্টিতে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড

ক্রীড়া ডেস্ক: ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের ম্যাচে একটি গোল পেয়েছেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে পাওয়া এ গোলের মধ্য দিয়ে লা লিগায় নতুন রেকর্ড গড়ছেন পর্তুগিজ যুবরাজ।

এর আগে সেভিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের ম্যাচে পেনাল্টি থেকে গোল করে রিয়াল কিংবদন্তি হুগো সানচেজের পেনাল্টিতে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন রোনালদো। গতকাল রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে স্পট কিক থেকে পাওয়া আরেকটি গোলে সে রেকর্ডটি নিজের করে নিলেন তিনি।

ভিয়ারিয়ালের মাঠ এল মাদ্রিগালে ম্যাচের ৭৪ মিনিটে ডি বক্সে প্রতিপক্ষের খেলোয়াড় ব্রুনোর হাতে বল লাগলে পেনাল্টি পায় রিয়াল। আর তা থেকে সফল স্পট কিকে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো। এবার ৫৭ গোল নিয়ে লা লিগা ইতিহাসের সর্বোচ্চ পেনাল্টি গোল স্কোরার রোনালদো। এই ৫৭ গোলের মধ্যে চলতি মৌসুমেই পেনাল্টি থেকে ৫টি গোল পেয়েছেন রোনালদো।

এ তালিকায় ৪৩টি পেনাল্টি গোলে পঞ্চম স্থানে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। প্রাক্তন তারকা লুবোস্লাভ পেনেভ ৪৪ গোল ও রোনাল্দ কোমেন ৪৫ গোল নিয়ে আর্জেন্টাইন সুপারস্টারের আগে রয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ ফেব্রুয়ারি ২০১৭/শামীম/টিপু/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়