ঢাকা     বৃহস্পতিবার   ১৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ২ ১৪৩১

নিশিকোরির বছর শেষ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ১৭ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিশিকোরির বছর শেষ

কেই নিশিকোরি

ক্রীড়া ডেস্ক : কবজির চোটের কারণে এ বছর আর কোর্টে নামতে পারবেন না জাপানের টেনিস খেলোয়াড় কেই নিশিকোরি।

গত সোমবার শুরু হওয়া সিনসিনাটি মাস্টার্স থেকে আগেই নাম প্রত্যাহার করে নিয়েছিলেন নিশকোরি।

এবার ২৮ আগস্ট শুরু হতে যাওয়া বছরের শেষ গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা ইউএস ওপেনেও খেলা হচ্ছে না ২৭ বছর বয়সি এই খেলোয়াড়ের।

এর আগে চোটের কারণে বছর শেষ হয়ে গেছে ১২ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ ও স্তান ভাভরিঙ্কারও।

নিশিকোরির ম্যানেজার এক বিবৃতিতে বলেছেন, ‘কেই অনুশীলনে সার্ভ করার সময় তার কবজিতে আঘাত পেয়েছে। এই পর্যায়ে আমরা তার অস্ত্রোপচার করছি না। আগামী সপ্তাহে পরের পদক্ষেপ নিয়ে ভাবা হবে।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ আগস্ট ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়