ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

ব্যাটিং-বোলিংয়ে দ্যুতি ছড়ালেন নাঈম

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ২৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ব্যাটিং-বোলিংয়ে দ্যুতি ছড়ালেন নাঈম

ক্রীড়া প্রতিবেদক : আগের দিনের সেঞ্চুরির ইনিংসটিকে বড় করতে পারেননি নাজমুল হোসেন শান্ত।

জাকির হাসান ১ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন। নাঈম হাসান শেষ দিকে দলের প্রয়োজন মিটিয়েছেন । সম্মিলিত প্রচেষ্টায় খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে শ্রীলঙ্কা ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের সংগ্রহ ৩৬০ রান। জবাবে নাঈমের ৪ উইকেটে বেশিদূর যেতে পারেনি শ্রীলঙ্কার ইনিংস। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের সংগ্রহ ১০১ রান।

১২৪ রান নিয়ে শান্ত দিনের খেলা শুরু করেছিলেন। ৯ রানের বেশি আজ যোগ করতে পারেননি বাঁহাতি ব্যাটসম্যান। তাকে আউট করেন পেরেরা। ২৬৯ বলে ১৩ চার ও ১ ছক্কায় সাজান নিজের ইনিংসটি। দ্রুত সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন।

নাঈম ব্যাটিংয়ে নেমে দ্যুতি ছড়ান দারুণ কয়েকটি শট খেলে। তাকে সঙ্গ দেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জাকির। দুজনের ব্যাটে বাংলাদেশের রান তিন’শ ছাড়ায়। হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে থাকতে মেন্ডিসের বলে নিশাঙ্কার হাতে ক্যাচ দেন জাকির। এরপর নাঈম সাজঘরে ফেরেন ৩৬ রানে। শেষ দিকে ইয়াসিন আরাফাত ১২ ও তানবীর ইসলাম ১৬ রান করলে বাংলাদেশ ৩৬০ রানের লড়াকু পুঁজি পায়।   

বোলিংয়ে নিজের প্রথম স্পেলেই ৪ উইকেট নেন অফ স্পিনার নাঈম। ষষ্ঠ ওভারে তাকে ব্রেক থ্রু এনে দেন পাথুম নিশাঙ্কা (১৬)। এক ওভার পর তার শিকার সাগিথ কোরে (৬)। এরপর মিনোদ বানুকা (১১) ও অধিনায়ক চারিথ আসালঙ্কার (১৮) উইকেট নেন নাঈম। ৫৯ রান তুলতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। পঞ্চম উইকেটে দলের হাল ধরেন মাদুয়ানথা ও বান্দারা। দুজন পড়ন্ত বেলায় উইকেটে টিকে ছিলেন। মাদুয়ানথা ২১ ও বান্দারা ২৩ রানে ব্যাটিং করছেন। সফরকারীরা বাংলাদেশের থেকে এখনও ২৫৯ রানে পিছিয়ে।


রাইজিংবিডি/ঢাকা/২৮ আগস্ট ২০১৯/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ