ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধোনির অবসরে আবেগতাড়িত কোহলি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৪, ১৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ধোনির অবসরে আবেগতাড়িত কোহলি

ভারতের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাহেন্দ্র সিং ধোনি শনিবার সন্ধ্যায় অবসর ঘোষণা করেছেন। তার অবসরে ক্রিকেট বিশ্বের বড় বড় তারকা থেকে শুরু করে কোচ, সংগঠক সবাই লিখছেন। তার অবসর সময়ের জন্য শুভ কামনা জানাচ্ছেন। ব্যতিক্রম নন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক আবেগঘন টুইট করেছেন তিনি। ধোনির সঙ্গে তার দুটি ছবি দিয়ে কোহলি লিখেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারকেই একদিন তার যাত্রা শেষ করতে হয়। কিন্তু যখন খুব কাছের কেউ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেয়, তখন আবেগটা বেশি বোঝা যায়। আপনি দেশের জন্য যা করেছেন সেটা সব সময় সবার হৃদয়ে স্থান করে থাকবে।’

এরপর তিনি আরো লিখেছেন, ‘কিন্তু আপনার সঙ্গে আমার যে বোঝাপোড়া, যে সম্মান ও উষ্ণতা আমি আপনার কাছ থেকে পেয়েছি সেটা আমার আজীবন মনে থাকবে। বিশ্ব হয়তো আপনার অর্জনগুলো দেখেছে। আমি দেখেছি আপনাকে। সব কিছুর জন্য ধন্যবাদ অধিনায়ক। আপনাকে টুপি খোলা স্যালুট।’

ভারতের সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন ধোনি। যিনি ভারতকে তিনটি আইসিসি ইভেন্টের ট্রফি জিতিয়েছেন। ২০০৭ সালে তার নেতৃত্বে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ২০১১ সালে ঘরের মাঠে ৩৮ বছর পর জেতে ওয়ানডে বিশ্বকাপ। আর ২০১৩ সালে জিতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

২০১৯ বিশ্বকাপে তিনি সবশেষ ভারতের হয়ে খেলেন। এরপর আর ডাক পাননি দলে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়