RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২০ ||  কার্তিক ৫ ১৪২৭ ||  ০৩ রবিউল আউয়াল ১৪৪২

ডেথ বোলিংয়ে অনন্য বুমরাহ: জহির খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২০  
ডেথ বোলিংয়ে অনন্য বুমরাহ: জহির খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সৌজন্যে সর্বপ্রথম লাইমলাইটে আসেন জাসপ্রিত বুমরাহ। ভালো খেলার ফসল হিসেবে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হয় অভিষেক। চার বছরের মাথায় বিশ্বের সেরা বোলারের তকমাও নিজের করে নিয়েছেন বুমরাহ। হয়েছেন ডেথ স্পেশালিষ্ট। আইপিএলে আজ নিজেদের তৃতীয় ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই ক্রিকেটারকে নিয়ে দলটির বোলিং কোচ জহির খান জানিয়েছেন, ডেথ বোলিংয়ে নিজেকে অনন্য জায়গায় নিয়ে গেছেন বুমরাহ।

এবারের আইপিএলে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যে এক ম্যাচ করে জয়-পরাজয় দেখেছে মুম্বাই। অপরদিকে বেঙ্গালুরু জেতেনি একটিতেও। মুম্বাইয়ের জেতা ম্যাচে বল হাতে দুই উইকেট শিকার করেছেন বুমরাহ। বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে বুমরাহসহ দলের বাকি বোলারদের নিয়ে কথা বলেছেন দলটির বোলিং কোচ জহির।

ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার বুমরাহকে নিয়ে বলেন, ‘বুমরাহ বিশ্বমানের বোলার। ডেথ ওভারে সে এখন অনন্য হয়ে উঠেছে। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, সে নিজের কাঁধে দায়িত্ব নিচ্ছে। বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছে। যার কারণে আমাদের বোলিং ইউনিট অনেক শক্তিশালী হয়ে উঠেছে।’

দলের বাকী বোলারদের নিয়ে জহির খান আরও যোগ করেন, ‘আমাদের দলে দারুণ অভিজ্ঞ বোলার রয়েছে। বোল্টের কথা বলতেই হয়। অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন কন্ডিশনে নিজেকে প্রমাণ করেছে সে। এই অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। সে যেমন অভিজ্ঞ, একইরকম ভাবে প্যাটিনসনও। আমার মনে হয় আমরা প্রতিপক্ষের জন্য ফাস্ট বোলারদের নিয়ে ভালো পরিকল্পনা নিয়েই এগুচ্ছি।’

ঢাকা/কামরুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়