ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তারপরও ‘ভালো সংবাদ’ দিলেন লিভারপুলের কোচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৫ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৪৮, ৮ অক্টোবর ২০২০
তারপরও ‘ভালো সংবাদ’ দিলেন লিভারপুলের কোচ

ইয়ুর্গেন ক্লপ

অ্যাস্টন ভিলার বিপক্ষে লজ্জাজনক হারের বাস্তবতা মেনে নিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথমবার আগের আসরের কোনও চ্যাম্পিয়ন নতুন মৌসুমে খেলো সাত গোল। এই কলঙ্কিত রেকর্ডের পরও ইতিবাচক রেড কোচ। ম্যাচ শেষে একটি ‘ভালো সংবাদ’ দিলেন তিনি।

ম্যাচের আগে নিয়মিত গোলকিপার আলিসন কাঁধের চোট পান। তাতে ভিলা পার্কে নামা হয়নি ব্রাজিলিয়ানের। তার পরিবর্তে গোলপোস্টের দায়িত্ব পড়ে আদ্রিয়ানের কাঁধে। কিন্তু পুরোপুরি ব্যর্থ এই স্প্যানিশ গোলকিপার। তাকে ফাঁকি দিয়ে সাতবার জালে বল পাঠিয়েছে অ্যাস্টন ভিলা। গোলবন্যায় দল ভেসে গেলেও সব খেলোয়াড়কে সুস্থ অবস্থায় ফিরে পেয়েই স্বস্তিতে ক্লপ।

ম্যাচের পরে সংবাদ সম্মেলনে ক্লপ বলেছেন, ‘একটা ভালো খবর আছে। ম্যাচ শেষে কেউ ইনজুরিতে পড়েনি।’ সম্প্রতি দলটিতে ইনজুরি ও অনুপস্থিতির হার বেড়েছে। ভিলা পার্কে এর প্রভাব পড়েছিল কি না জানতে চাইলে কোচ বলেছেন, ‘সমর্থক ও সাংবাদিকরা প্রায় এ ধরনের কথা বলে, ‘সে নেই, সে নেই।’ কিন্তু কোনও অজুহাত দেখানো চলবে না।’

ক্লপ আরও যোগ করেছেন, ‘আমরা আজ রাতে যে দল সাজিয়েছি তাতে ৭-২ গোলে হার প্রত্যাশা করিনি, একদম সত্যি কথা। শুরুতেও বলেছি, অ্যাস্টন ভিলা সত্যিই দারুণ খেলেছে। যারা আজ দলে ছিল না তাদেরও কিছু করার ছিল না। হ্যাঁ, আমরা তাদের অভাব বোধ করেছি। কিন্তু ফলের সঙ্গে কোনও সম্পর্ক নেই।’

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ