ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রিয়ালও কিনতে চেয়েছিল মেসিকে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৪, ১৬ অক্টোবর ২০২০   আপডেট: ১২:২২, ১৭ অক্টোবর ২০২০
রিয়ালও কিনতে চেয়েছিল মেসিকে!

বার্সেলোনার সিনিয়র ক্যারিয়ারে লিওনেল মেসির ষোল বছর পূর্ণ হলো আজ (১৬ অক্টোবর)। বার্সেলোনার জার্সিতে এই সুদীর্ঘ চলার পথে অনেক ক্লাবই মেসিকে দলে পাওয়ার চেষ্টা করেছে। তবে কখনো চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের নাম শোনা যায়নি একবারও। তবে এবার জানা গেল সেই তথ্যও, মেসিকে দলে পেতে চেয়েছিল লস ব্লাঙ্কোসরাও।

সম্প্রতি এমনই এক তথ্য সামনে নিয়ে আসলেন ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও। এই সাংবাদিকের তথ্য মতে, ২০১৩ সালে মেসিকে পেতে উঠেপড়ে লেগেছিল রিয়াল। তবে মেসিকে দেওয়া সেই প্রস্তাবটি নাকচ করে দিয়েছেন, এই ক্ষুদে জাদুকর।

ডি মারজিও লিখেছেন, রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ২০১৩ সালে মেসিকে কিনতে ২৫০ মিলিয়ন ইউরো অফার করেছিলেন। এই অর্থ তারা রেখেছিল মূলত নিজেদের স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর সংস্কারের জন্য। কিন্তু মেসিকে কিনতে পুরো অর্থই ঢালতে চেয়েছিল তারা।

তবে মেসি সরাসরিই তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলেও দাবি করেন ওই ইতালিয়ান সাংবাদিক। তিনি লিখেছেন, রিয়ালের প্রস্তাবে মেসির উত্তরটা ছিল এমন, আমি রিয়াল মাদ্রিদে যাচ্ছিনা। তোমরা শুধু শুধু সময়ের অপচয় করছো।

ঢাকা/কামরুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়