RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১০ ১৪২৭ ||  ০৭ রবিউস সানি ১৪৪২

জ্বরে নিউ জিল্যান্ড যাওয়া হচ্ছে না ফখরের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৪৪, ২২ নভেম্বর ২০২০
জ্বরে নিউ জিল্যান্ড যাওয়া হচ্ছে না ফখরের

নিউ জিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। তিনি জ্বরে ভুগছেন। দল দেশ ছাড়ার আগে সুস্থ না হওয়ায় নিউ জিল্যান্ডে যেতে পারলেন না। টিম হোটেলে আইসোলেশনে আছেন তিনি এবং করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

দলের চিকিৎসক সোহেল সেলিম বলেছেন, ‘ফখরের কোভিড টেস্ট রিপোর্ট শনিবার হাতে পেয়েছি, নেগেটিভ এসেছে ফল। কিন্তু আজ তার জ্বর এসেছে।’ জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দল থেকে আলাদা করে ফেলা হয়েছে।

সেলিম আরও জানান, ফখরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। অসুস্থ থাকায় দলের সঙ্গে সফরে যেতে পারছেন না তিনি।

এই সফরে ১৮ ডিসেম্বর থেকে পাকিস্তান তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্টের সিরিজ খেলবে। ১০ ডিসেম্বর নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চারদিনের দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।

সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে এটাই হচ্ছে বাবর আজমের প্রথম সফর। টেস্ট সহ অধিনায়ক হিসেবে নির্বাচকরা মোহাম্মদ রিজওয়ানকে নির্বাচিত করেছেন এবং ৩৫ জনের দলে জায়গা হয়নি অভিজ্ঞ আসাদ শফিকের। টি-টোয়েন্টি সিরিজের সহ অধিনায়ক শাদাব খান, এই দল থেকে বাদ পড়েছেন শোয়েব মালিক ও মোহাম্মদ আমির। নিউ জিল্যান্ডে পৌঁছে লিঙ্কনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে পুরো দল।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়