ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অস্ট্রেলিয়া-ভারত সিরিজে গালাগালি একেবারেই নয়: ল্যাঙ্গার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ২৫ নভেম্বর ২০২০   আপডেট: ২০:১১, ২৫ নভেম্বর ২০২০
অস্ট্রেলিয়া-ভারত সিরিজে গালাগালি একেবারেই নয়: ল্যাঙ্গার

অস্ট্রেলিয়া ও ভারত যখন মাঠে মুখোমুখি, তখন স্লেজিং হবে না সেটা কী করে হয়! দুই দেশের ক্রিকেটারদের মধ্যে বাগবিতণ্ডা যেন একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এবার হবে না। ভারতের বিপক্ষে অসম্মানজনক কথাবার্তা ও গালাগালি একেবারেই বরদাস্ত করা হবে না বললেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। 

কদিন আগে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার বলেছিলেন, ভারতীয় ক্রিকেটাররা তাকে স্লেজিং করলেও রেগে যাবেন না। মুখ নয়, ব্যাট দিয়ে কথা বলতে চান তিনি। এবার ল্যাঙ্গারও একই আভাস দিলেন। তার দল আগের স্লেজিংয়ের দিনগুলো পেছনে ফেলে এসেছে বললেন কোচ। ক্রিকেটীয় স্পিরিটের বাইরে অস্ট্রেলিয়ানরা কোনও কিছু করবে না।

এক ভার্চুয়াল সম্মেলনে ল্যাঙ্গার রিপোর্টারদের বলেছেন, ‘অনেক ঠাট্টা-তামাশা হতেই পারে। মজাও করা যায়, যাতে লড়াই করার মানসিকতা থাকে। কিন্তু কোনও ধরনের অসম্মানজনক কথাবার্তা আর গালাগালির একেবারে জায়গা নেই।’ 

দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কাণ্ডের পর ল্যাঙ্গার দলের দায়িত্ব নেন। একসময়ের স্লেজিং ও গালাগালির সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বর্তমান দল, এমন দাবি তার, ‘যে কেউ গত কয়েক বছর ধরে যদি আমাদের কেউ দেখে, তাহলে বুঝতে পারবে এটা। আমরা মাঠে ও মাঠের বাইরের আচরণ নিয়ে অনেক কিছু করেছি।’

তাই বলে মাঠে মিষ্টি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে তাও নয়। ভারতের গত সফরে অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক টিম পেইনের সঙ্গে কোহলির উত্তপ্ত বাক্যবিনিময়ের কথা মনে করিয়ে ল্যাঙ্গার বললেন, ‘বিরাট কোহলি যা করেছিল, তা আমাদের ভালো লেগেছিল। সেখানে দারুণ রসিকতাবোধ ও নাটকীয়তা ছিল।’

আগামী শুক্রবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই দল পরে তিনটি টি-টোয়েন্টি ও চারটি টেস্ট খেলবে।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ