ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এই বার্সেলোনাকে দেখতে চাই: কোমান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ ডিসেম্বর ২০২০  
এই বার্সেলোনাকে দেখতে চাই: কোমান

লা লিগার শীর্ষ দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোলের ঘুরে দাঁড়ানো জয়ে বার্সেলোনার ‘মানসিকতা ও তীব্রতা’ দেখে মুগ্ধ কোচ রোনাল্ড কোমান। মৌসুমের শুরু থেকে ভোগান্তির পর দলের নবজাগরণ লক্ষ করছেন তিনি।

ন্যু ক্যাম্পে প্রথম মিনিট থেকে ম্যাচ নিয়ন্ত্রণে রাখলেও বার্সা ২৫ মিনিট পর্যন্ত লক্ষ্যে একটিও শট নিতে পারেনি। এমনকি ২৭তম মিনিটে উইলিয়ান জোসের গোলে পিছিয়ে পড়েছিল তারা। কিন্তু বিরতির আগে ১২ মিনিটের ব্যবধানে জোর্দি আলবা ও ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের গোলে জেতে স্বাগতিকরা। ঘরের মাঠে এ নিয়ে সোসিয়েদাদের বিপক্ষে টানা ২৩তম লিগ ম্যাচ জয় পেলো বার্সা।

ম্যাচ শেষে কোমান বলেছেন, ‘এই মানসিকতা ও তীব্রতা নিয়ে আমরা যেখানে আমাদের থাকা উচিত, সেখানে থাকবো।’ সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ডাচ কোচ, ‘প্রথমার্ধ ছিল চমৎকার। আমাদের আরও বেশি গোল করা উচিত ছিল। আক্রমণে আমরা প্রবল ছিলাম, তাদের অনেক চাপে রেখেছিলাম।’

রাতটা ভালো কাটেনি লিওনেল মেসির। একাধিক সুযোগ নষ্টের পাশাপাশি ভুল পাসও দিয়েছেন। কিন্তু অধিনায়কের পারফরম্যান্সে সন্তুষ্ট কোমান, ‘এই বার্সেলোনাকেই তো আমি দেখতে চাই। প্রত্যেক খেলোয়াড় তাদের সেরাটা দিয়ে খেলেছে। সবচেয়ে বড় পার্থক্য ছিল আমাদের বল ছাড়া খেলা। মেসিও অনেক পরিশ্রম করেছে, প্রতিপক্ষের ওপর চড়াও হয়েছিল এবং প্রত্যেকে তা করেছে।’

দুই গোলে অবদান রাখা আলবা ম্যাচ শেষে বলেছেন, ‘এটাই আমাদের বছরের সেরা খেলা। দলের মানসিকতা ও লড়াইয়ে আমি সত্যি সন্তুষ্ট। আমাদের প্রেরণা ছিল অনেক বড় এবং আমরা উপরে ওঠা (টেবিলে) অব্যাহত রেখেছি।’

লিগে টানা দ্বিতীয় জয়ে ২০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছে বার্সা। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের (২৬) সঙ্গে তাদের ব্যবধান ছয় পয়েন্টের। সমান ২৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়