ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডিয়েগো কস্তাকে ছেড়ে দিলো আতলেতিকো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৯ ডিসেম্বর ২০২০  
ডিয়েগো কস্তাকে ছেড়ে দিলো আতলেতিকো

পারস্পরিক সমঝোতায় ডিয়েগো কস্তাকে ছেড়ে দিলো আতলেতিকো মাদ্রিদ। ২০২১ সালের জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন স্প্যানিশ স্ট্রাইকার। কিন্তু কদিন আগে ক্লাব কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করছিলেন, যেন ছয় মাস আগে তাকে ছেড়ে দেওয়া হয়। ব্যক্তিগত কারণে আর থাকতে চান না ওয়ান্দা মেত্রোপলিতানোতে। মঙ্গলবার তার চাওয়া পূরণ করেছে আতলেতিকো।

মাদ্রিদ ক্লাবটির সঙ্গে ছাড়াছাড়ির কাগজে সই করেছেন কস্তা। জন্মসূত্রে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড জানুয়ারির দলবদলের বাজারে ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেবেন। তাকে শুভ কামনা জানিয়ে আতলেতিকো এক বিবৃতি দিয়েছে, ‘আতলেতিকো মাদ্রিদ তাদের স্ট্রাইকার ডিয়েগো কস্তার সঙ্গে চুক্তিতে ইতি টেনেছে, যা ছিল ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত। কদিন আগে ব্যক্তিগত কারণে ক্লাব ছাড়ার ব্যাপারে কথা বলেছিলেন এই স্ট্রাইকার এবং মঙ্গলবার চুক্তি বাতিলে সই করেছেন। এই কয়েক বছরে ডিয়েগো কস্তাকে তার নিবেদনের জন্য ধন্যবাদ জানাচ্ছে ক্লাব এবং তার পেশাদার ক্যারিয়ারের পরবর্তী ধাপের জন্য শুভ কামনা।’

মাত্র ১৭ বছর বয়সে ২০০৬ সালে আতলেতিকোয় যোগ দেন কস্তা। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ৯৪ ম্যাচ খেলে করেন ৪৩ গোল। ২০১৪ সালে চেলসির সঙ্গে চুক্তি করেন তিনি, সাড়ে তিন বছরে স্ট্যামফোর্ড ব্রিজে ১২০ ম্যাচে করেন ৫৮ গোল। জেতেন দুটি প্রিমিয়ার লিগ শিরোপা।

তবে আন্তোনিও কন্তের অধীনে দলে উপেক্ষিত হতে থাকেন ২০১৭ সালের গ্রীষ্মে। পরের বছর জানুয়ারিতে ফিরে যান আতলেতিকোয়। দ্বিতীয় মেয়াদে মাদ্রিদ ক্লাবের সঙ্গে জেতেন ইউরোপা লিগ। ডিয়েগো সিমিওনের অধীনে সর্বশেষ মেয়াদে ৬১ লা লিগা ম্যাচে করেছেন মাত্র ১২ গোল।

শীতের দলবদলের বাজারে এবার সিমিওনেকে খুঁজতে হবে নতুন সেন্টার ফরোয়ার্ডকে, দলটিতে একমাত্র সেন্টার ফরোয়ার্ড এখন লুইস সুয়ারেজ।

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়