ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বাংলাদেশের যত হোয়াইটওয়াশের কীর্তি

চট্টগ্রাম থেকে ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩১, ২৫ জানুয়ারি ২০২১  
বাংলাদেশের যত হোয়াইটওয়াশের কীর্তি

করোনাভাইরাস মহামারি বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই দারুণ এক অর্জন বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজকে দেশের মাটিতে হোয়াইটওয়াশ করেছে তারা। আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২০ রানে সফরকারীদের হারিয়ে সিরিজ ৩-০ তে শেষ করলো বাংলাদেশ। এটি ছিল তাদের ১৪তম হোয়াইটওয়াশের কীর্তি।

ওয়েস্ট ইন্ডিজকে ১২ বছর পর হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ, ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি দ্বিতীয়। টেস্ট খেলুড়ে কোনও দেশের বিপক্ষে এটা টাইগারদের ১১তম হোয়াইটওয়াশ। বাংলাদেশের কাছে সবচেয়ে বেশি পাঁচবার এই লজ্জা পেয়েছে জিম্বাবুয়ে। কেনিয়া, নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার করে এবং আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও পাকিস্তানকে একবার করে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

এক নজরে বাংলাদেশের হোয়াইটওয়াশ

সাল              প্রতিপক্ষ       ব্যবধান

২০০৫-০৬     কেনিয়া         ৪-০

২০০৬           কেনিয়া        ৩-০

২০০৬-০৭     জিম্বাবুয়ে     ৫-০

২০০৬-০৭     স্কটল্যান্ড        ২-০

২০০৭-০৮    আয়ারল্যান্ড    ৩-০

২০০৯         ওয়েস্ট ইন্ডিজ    ৩-০

২০১০-১১     নিউজিল্যান্ড    ৪-০

২০১৩-১৪     নিউজিল্যান্ড     ৩-০

২০১৪-১৫     জিম্বাবুয়ে        ৫-০

২০১৫          পাকিস্তান     ৩-০

২০১৫          জিম্বাবুয়ে    ৩-০

২০১৮         জিম্বাবুয়ে    ৩-০

২০১৮        জিম্বাবুয়ে    ৩-০

২০২১       ওয়েস্ট ইন্ডিজ   ৩-০

চট্টগ্রাম/ইয়াসিন/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ