ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেসির চুক্তির তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার বার্তোমেউর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:৫৩, ১ ফেব্রুয়ারি ২০২১
মেসির চুক্তির তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার বার্তোমেউর

লিওনেল মেসিকে নিয়ে আরেকটি ঝড়ের মধ্যে পড়েছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদপত্র এল মুন্দো কাতালান ক্লাবের সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের রেকর্ড চুক্তির তথ্য ফাঁস করে দিয়েছে, যা নিয়ে চলছে তুমুল বিতর্ক। এই গোপন তথ্য ফাঁস করার জন্য অভিযোগের তীর ছোড়া হচ্ছে ২০১৭ সালের ওই চুক্তির সময় প্রেসিডেন্টের দায়িত্বে থাকা হোসেপ মারিয়া বার্তোমেউর দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করেছেন গত অক্টোবরে পদত্যাগ করা সাবেক প্রেসিডেন্ট।

এরই মধ্যে মেসির আইনজীবীরা ওই চুক্তির সময় উপস্থিত থাকা বার্তোমেউ, অস্কার গ্রাউ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন পরিচালক কার্লেস তুসকুয়েতসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। এরই প্রতিক্রিয়ায় অভিযোগ অস্বীকার করেছেন সাবেক শীর্ষ কর্মকর্তা।

নিজের সংশ্লিষ্টতার দাবি উড়িয়ে দিলেন বার্তোমেউ, ‘এটা খুব গুরুতর ইস্যু। পেশাদার চুক্তির তথ্য ফাঁস করা একেবারেই অবৈধ। টিভিতে কথা বলা এবং অভিযোগ করা খুব সহজ। এটা হাসি-ঠাট্টার বিষয় না এবং এর শেষ হবে আদালতে।’

চার বছরের এই চুক্তি শেষে মেসির উপার্জন দাঁড়াবে সাড়ে ৫৫ কোটি ইউরোর বেশি। এল মুন্দোর দাবি, এই বেতন দিতে গিয়েই বার্সা আর্থিক সংকটের মুখে। কিন্তু মেসির বেতনকে বাস্তবোপযোগী মনে করছেন বার্তোমেউ, ‘যাই হোক, লিও এই উপার্জনের দাবি রাখে। পেশাদার ও বাণিজ্যিক উভয় কারণেই। মহামারি না হলে এই পরিমাণ অর্থ সহজে দিতে পারতো বার্সা।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়